www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জিহাদ নামের শিশুটিকে অনুগ্রহ কর প্রভু

কত আর বয়স তোমার
চঞ্চল তুমি জিহাদ!
খেলতে গিয়ে পড়লে তুমি
ওয়াসার পাম্পের পাইপ।

সাড়ে তিনে এত যন্ত্রণা
সইছো কেমনে -
জানে শুধু আল্লাহ্ পাক!
ছয়শ ফুট নিচে আছো
বিধাতার মিরাকলে-
চাই পাও তুমি ন্যায় ইনসাফ।

তোমায় উদ্ধারে ব্যস্ত সবাই
দেহ মনে খাটছে আজ!
আল্লাহ্ তুমি অনুগ্রহ কর
জিহাদ কে ফিরাও আমাদের মাঝ।

চাইছি প্রভু হৃদয় থেকে
মাসুম শিশুর উদ্ধার সফল হোক ;
তুমি বিনে কে বুঝবে প্রভু -
করছি দোয়া এত লোক।

:: হে আল্লাহ্! জিহাদ কে তুমি জীবিত উদ্ধার করাও ::
::আমিন! আমিন!! আমিন!! ::



::এমএসবি নাজনীন লাকী ::
:: ২৭ ডিসেম্বর ২০১৪ :::
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১২৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবিদ আল আহসান ২৫/০১/২০১৫
    লাকি আপু সব সময়েই সুন্দর লিখে
  • ভাল লাগল
  • ২৭/১২/২০১৪
    কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল ।
    উদ্ধার হলেও বাঁচানো গেলোনা শিশু জিহাদকে ।
    চোখের জল আর বাঁধা মানে না ।
  • সায়েম খান ২৭/১২/২০১৪
    পুরো বিষয়টি আমার কাছে রহস্যজনক লাগছে, তবে শিশুটি যদি সত্যিই ওখানে পড়ে থাকে তবে আল্লাহ যেন তাকে জীবিত উদ্ধার করার তৌফিক দেন।
  • আমার মানবিকতায় মুগ্ধ আমি হয়তো সবাই।
    তবে বিষয়টা আমার কাছে এখনো পরিস্কার না। ৬০০ নিচে একটি শিশু বলে জুস দিয়েছে জুস খেয়েছে। আরো কতকি? একটু কি নাটক মনে হচ্ছে না। ডন্ট মাইন্ড। ব্যাক্তিগত ধারনা মাত্র।
  • অনিরুদ্ধ বুলবুল ২৭/১২/২০১৪
    হতভাগ্য শিশু জিহাদের জন্য আপনার ঐকান্তিক ভালবাসা আর শুভাকাঙ্খা পাঠক হৃদয়কেও মোচড় দিয়ে গেল। কবির এই মানবিক বোধটুকু বেশ ভাল লাগল।

    অনেক অনেক শুভেচ্ছা কবিকে।
 
Quantcast