www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাব্যলতা

স্বপ্নেরা জাল বুনে
নিঃশব্দে, কেবলি বর্ণের বুনন!
অমিয় ধারায় বহমান -
কালি ও কলমের আকর নিপুণ।

জনে জনে প্রকাশিত
কয়েকের বাণী হৃদয়ের ধ্বনি ;
শব্দের ছন্দে আবেশিত -
শুধুই সুষম আশার বাণী!

অন্যায়ের প্রতিবাদে সদা জাগরুক
ন্যায়ের তরে কুর্নিশ,
আনন্দে উচ্ছ্বাস বিরহে অভয়
ব্যথিত হৃদয়ের মালিশ।

চরণে চরণে মানুষ মানবতা
স্পন্দনে জাগে সাম্যের গান,
ছড়িয়ে দেয় বিশ্বময় তা -
যৌক্তিক সত্যই মানবীয় প্রাণ।

কবিদের বাণী কবিদের কথা
আশা লতায় জড়ানো কাব্যলতা,
সত্য প্রকাশে সদা উন্মুখ -
জয় সত্য জয় স্বাধীনতা।

জয় জয় চিরজয় কাব্যলতা!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৫/১২/২০১৪
    চমতকার কবিতা
  • নাজমুল আহসান ২৪/১২/২০১৪
    কবিতার প্রবাহ চমৎকার শব্দচয়ন ও সুন্দর হয়েছে।
  • ২২/১২/২০১৪
    অনেক সুন্দর ।
  • নাজমুল আহসান ২২/১২/২০১৪
    ভাল লেগেছে, ধন্যবাদ
  • নাজমুল আহসান ২২/১২/২০১৪
    ভাল লেগে,ধন্যবাদ
  • আবু সাহেদ সরকার ২২/১২/২০১৪
    দারুন ছন্দের মিল। সুন্দর প্রকাশ। আমার পাতায় আসবেন।
  • রক্তিম ২২/১২/২০১৪
    কাব্যলতা ভালো লাগলো । কবি মনকে ঘিরে জড়িয়ে সে বেড়ে উঠুক ।
  • অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪
    আপনার কাব্যলতার জয় হোক।
    পত্র-পুষ্প-পল্লবে বিকশিত হোক।
    একটা বানান - চরণে
    ব্যথিত হৃদয়ে 'পালিশ'-এর স্থলে 'মালিশ' হলে কেমন হয় কবি?

    শুভেচ্ছা জানবেন।
  • আর কতদিন ঝুলিয়ে রাখবেন, সম্মানিত কর্তৃপক্ষ??
    • অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪
      নিন - অবশেষে কর্তৃপক্ষ সদয় হয়েছেন।
      এবার পুরোদমে কিছু ঝাড়ুন তো,
      সদব্যবহার করতে আমরা তো পাশেই আছি!
    • আহারে। প্রথম লেখা গুলো প্রকাশ করতে একটু সময় নেয়। কাব্যলতার কথা গুলো অনেক সুন্দর। ভালো লাগলো।
 
Quantcast