www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসময়

স্মৃতির বুকে পাথর চাপা
হাজারটা কাজ সময় মাপা
অবসরের বালাই যাহা-
তাহাই পাওয়া যায় না!
হাতের কাজটি বিশাল বড়
রৌদ্র-ছায়া খরতর
সূর্য ঢলে পড়ো পড়ো-
তবুও সারা হয় না!

রান্নাবান্না-ঘরকন্না-টুকিটাকি,
পড়ানো-লেখানো সামান্য আঁকা-আঁকি,
হয়না সাড়া-প্রতিদিন ঘুম থাকে বাকি!
জীবন কেমন!চলছে তবুও চলে না!
মনের মধ্যে বুনেছি কতো স্বপ্ন
কতো মধুময় প্রিয়ের মিলনলগ্ন,
আধো ঘুমঘোর চকিতে হয় যে ভগ্ন!
সবকিছু আছে,তবুও শূণ্যতা কাটে না!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast