www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যের কাহাত

সত্য! আহা কি সুন্দর নিষিদ্ধ বিস্ময়কর উপাখ্যান।
ক্ষমতার চতুরতায় অন্ধকারাচ্ছন্ন গোপন কাল কুঠিতে
বন্ধ হয়ে আছে কাল থেকে মহাকালের অন্তিম অভিযাত্রায় ।
চার দিকে সব কিছুই বানোয়াট সবটাই সাজানো,
সত্যকে যে এখানে নির্বাসিত করা হয়েছে মিথ্যার বিষক্রিয়ায় ,
শত হাজার বছর ধরে মিথ্যা গ্রাস করে আছে তেজিষ্ক্রিয়া সত্যকে।

সত্য! আহা কি সুন্দর নিষিদ্ধ মোড়কে বাঁধা এক গোপন উপাখ্যান।
গোপন এই উপাখ্যানের নিষিদ্ধ মোড়ক ছিড়ে হয়তো কোন একদিন
চন্দ্রকান্তির তৈরির তীরের ফলা বধ করবে মিথ্যা নামক দানবকে।
মিথ্যার পতন হবে আগত সন্তানদের মনের শুদ্ধতার সূচিন্ত নেতৃত্বে।

৩/০১/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ০৪/০১/২০১৬
    মিথ্যার পতন হবেই হবে
  • ভালো লাগলো।
  • চন্দ্রকান্তি কে?
    ভালো লাগল।
    • চন্দ্রকান্তির অর্থ হল রূপা, মিথ এ আছে Evil বা যত অপশক্তি আছে সেগুলো রূপার সামনে আসতে পারে না এবং শয়তান রূপার তৈরীর ফলায় ধ্বংস হয়।
      ধন্যবাদ
      শুভেচ্ছা রইলো ।
      • আপনাকে অনে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
  • পরশ ০৩/০১/২০১৬
    সত্য কখনো চাপা থাকেনা
  • জে এস সাব্বির ০৩/০১/২০১৬
    মিথ্যার পতন হবে আগত সন্তানদের
    মনের শুদ্ধতার সূচিন্ত নেতৃত্বে।

    তাই আশা করি ।
 
Quantcast