www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অলিক সুখ

জানালার ও পাশে বসে আছে কেউ শুভ্র চাদর গায়ে জড়িয়ে
অদৃশ্য চাঁদের শুভ্র আলোয় হাসনা হেনার গাছের আড়ালে।    
ক্ষণে ক্ষণে সে রূপ পাল্টাচ্ছে, কখনো সে রূপবতী ভরা যৌবনা
কখনো সে অর্ধ নগ্ন ভেজা শরীর নিয়ে কাম দেবীর রূপ ধরে
কামুকতার গন্ধ ছড়াচ্ছে বাতাসে, আর সেই বাতাসে ভেসে আসে
সেই মাতাল করা কামুক গন্ধ, যা হাসনা হেনার গন্ধকেও হার মানায় ।

ওহ এতো নারী নয় যেন দক্ষিণার মাতাল হাওয়ায় দোলা সাদা কাশ ফুল
যেন নরম রেশমের গোলায় হাত বুলানোর মত অনুভূতি।
তার সুডৌল বক্ষ জোড়া যেন এই পৃথিবীর কোন নারীর নয়,  
স্বর্গ থেকে যেন নেমে এসেছে ঐ দক্ষিণার জানালার ওপাশে,
ক্ষনে ক্ষনে তার রূপ বাড়ে আর চাঁদের আলো যেন ফিকে হয়ে যায়,
তাকে পাওয়ার নষ্ট বাসনা জাগে মনে,হৃদয়ের ভিতর হিংস্র কাম দেবের ঘুম ভাঙ্গে।
তীব্র দহনে বুকের ভিতরটা পুড়ে ছারখার হয়ে যায় অলিক সুখের মোহতে।

০৫/১১/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ০৮/১১/২০১৪
    valo lageche.
  • অনিরুদ্ধ বুলবুল ০৭/১১/২০১৪
    অলীক কামনার শৈল্পিক চিত্রায়ণ!
    বেশ লেগেছে।
    অভিনন্দন কবি।
  • মাসুম মুনাওয়ার ০৭/১১/২০১৪
    ভাল
  • চূড়ান্ত ০৭/১১/২০১৪
    ভালো লাগল। কবিতাটিতে কামনাকে খুব ভালোভাবে চিত্রিত করেছেন।
  • ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪
    খুব সুন্দর।
    ভালো লাগলো।
  • কল্পচারিনির রুপের মহিমায় ধীরে ধীরে চাঁদের আলো ফিকে হয়ে গেলো। প্রেমের অসাধারণ উপলব্ধি জাগ্রত হয়েছে কবিতায়। হোক অলিক সুখের মোহ, তবুওতো সুখময়। শৈল্পিকভাবে কামনাকে চিত্রিত করেছেন। আপনার অনিন্দ্য এই সৃষ্টিতে মুগ্ধ হলাম কবি।
  • শুভ্র বসনার সেই ললনা দেখার সাধ জাগে।
  • ভাল লাগল্ আরও ভাল করতে হবে কবি!!!!!!!!!!!!
  • স্বপন শর্মা ০৬/১১/২০১৪
    তবুও সুখি অলিক কিছু কল্পনাতে....বেশ ভালো লাগল কবিতা ভালোথাকবেন|
 
Quantcast