www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধ জানালা

গোলক ধাঁধাঁর মত নয় তার চাইতেও কঠিন কিছু,
এ যেন এক রহস্যের শুরু কিন্তু যার কোন শেষ নেই
যা কিনা নিজেই নিজের মধ্যে রহস্য নিজেই নিজের ধাঁধাঁ,
নিজেই নিজের মধ্যে প্রশ্ন নিজেই নিজের উত্তর।

একটি কামরা পঞ্চ দরজার, চারপাশ ঘেরা হাজার জানালা,  
জানালার নেই কোন পাল্লা নেই কোন খিল আছে শুধু অদৃশ্য দেয়াল।
আলো ছায়ায় ঘেরা রহস্যের কুয়াশায় ঢাকা থরে থরে সাজানো  
হাজার হাজার অবয়হীন বাতায়নের মধ্যে দু একটা বাতায়নের
গবাক্ষ গলে আসে দূরের ধূসর আলোক ছটা,
আর তাতেই ঘটে যায় এত সব কাণ্ড ।    

কখনো যদি কোন এক বন্ধ জানালা খুলে যায় প্রচণ্ড পিপাসায়  
তবে জানালা থেকে বের হয় হাজার লক্ষটা সূর্যের ন্যায় আলো  
যে আলোয় আলোকিত হয় স্বয়ং সূর্য নিজেও ।
না হয় বের হয় দোজখের আগুনের ঝড় আর ধ্বংসের লিলা খেলা,
যা কিনা শয়তানের ধ্বংসের সিমাবধ্যতাকেও হার মানায়।  

এই ঘরের মাপ কাঠি অনেক কঠিন,অনেক দুর্বদ্ধ,
ঘর আছে যেমন তেমন কিন্তু দরজাগুলো বেশ নরবরে,  
জানালা আছে হাজার কিন্তু সব গুলোর কানায় কানায়
মরিচার সাথে ধূল পড়ে আছে কত সহস্র হাজার বছর ধরে।

বন্ধ জানালার খোলা দরজা, এই রহস্য বোঝা বড়ই দায়  
এই রহস্য বুঝতে হলে আগে নিজের মধ্যে নিজেকে খোঁজা চাই।

২৫/১০/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো হয়েছে
  • দারুন হয়েছে।
  • মোহাম্মদ তারেক ২৫/১০/২০১৪
    'এই রহস্য বুঝা বড়ই দায়'.....সুতরাং ......
    রহস্যের ঘােরে আটকা পড়লেও পড়তে ভাল লাগল লেখাটা...বানানে শুদ্ধি প্রয়োজন মনে হচ্ছে। শুভকামনা রইল কবির প্রতি।
  • সুরজিৎ সী ২৫/১০/২০১৪
    ভালো লাগলো, কিন্তু আরো অনেক ভালো হওয়া চাই,,,
    • অনেক অনেক ধন্যবাদ । কথা দিলাম আগামীতে আরও অনেক ভাল হবে। শুভেচ্ছা রইলো ।
  • ভিন্নতা বেশ।
    • ধন্যবাদ ।
  • পার্থ সাহা ২৫/১০/২০১৪
    sundor holo
  • Nice...
 
Quantcast