www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার প্রেয়সী

বড়ই শুভ্র পবিত্র, অপূর্ব আমার প্রেয়সী
আকাশের নীল রং এর আভায়
আচ্ছাদিত আমার প্রেয়সীর চোখ দু খানি ।
যে চোখে কিনা আমি শুধু দেখি
সীমাহীন ভালবাসা,
যা কিনা গচ্ছিত শুধু আমারই জন্য ।
আমি বৃষ্টি দেখিনা,
কারন বৃষ্টি বরই স্বার্থপর ,
ক্ষণিকের জন্য বর্ষিত হয়ে
ধুয়ে মুছে পবিত্র করে দিয়ে যায়
আমাদের এই নগরীটাকে ।
কিন্তু আমার প্রেয়সী হৃদয় জুড়ে
যে পবিত্র ভালবাসা
তা ক্ষণিকের জন্য নয় ,
জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত
আমাকে পবিত্র হতে শেখায়
ঠিক যেন প্রকৃতির মত ।
ওকে দেখলেই যেন প্রকৃতির
সব রূপ দেখা হয়ে যায় আমার ।
প্রকৃতির সব সৌন্দর্য
পৃথিবীর সকল সুখ যেন
খুঁজে পাই আমি আমার প্রেয়সীর মাঝে ।

রচনা কাল ১৪/৪/২০০৪ইং
ঢাকা মিরপুর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • উপমায় আরও একটু নজর দেওয়া দরকার।
  • পিয়ালী দত্ত ০১/১০/২০১৪
    সুন্দর
  • চমৎকার।
  • স্বপন শর্মা ০১/১০/২০১৪
    সুন্দর......
  • তারেক নেওয়াজ ০১/১০/২০১৪
    ভাল
  • ভালোবাসার গভীর প্রকাশ। খুবই ভালো লাগলো।
  • মোহাম্মদ তারেক ০১/১০/২০১৪
    প্রেয়সীর জন্য শুভকামনা কবি...
 
Quantcast