www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহামানব

অন্ধকার যুগ বেসামাল দরিয়া
হঠাৎ তুমি এলে এই ত্রিভূবনে ।
সূর্যের ন্যায় আলোকিত হয়ে
অন্ধকারকে দূরে সরিয়ে
চারপাশে তুমি দিলে জ্বালিয়ে
নূরের আলোর শিখা ।
আল আমিন তুমি, মহামানব তুমি
তুমিই মানবতার মুক্তির দিশা ।
দুনিয়াকে করলে আলোকিত
তার মহাবানী দিয়ে,
সত্যের পথ দেখালে সবাইকে
পবিত্র কোরআন শিখিয়ে ।
তোমার যত গুন
গাহিতেছে দেখ আজ সকলে,
কন্যা সন্তানরে তুমি
করিলে মহান
জীবন্ত কবর হতে তুলে ।
করিলে তারে তুমি প্রিতিয়মান
এই বিশ্ব দরবারে ।
হলে তুমি বাদশাহ সকলের
ছেঁড়া জামা পরে
তুমিই যে মানবতার মুক্তির পথ
ভুলি বল কেমনে ।
খোদা যারে ভালবেসে
করিলো প্রেরণ এই বিশ্বের বুকে
রহমত হিসাবে
সকল মানবের তরে ।
যারে সৃষ্টি না করিলে
খোদা করিতনা সৃষ্টি
কোন কিছুই এই জগৎ সংসারে ।
তুমি আমার প্রাণ প্রিয় রাসুল
খোদার প্রিয় বান্দা ,
জানাই তোমায় হাজার সালাম
আমরা তোমার গুনাগার উম্মতেরা ।
কাল কিয়ামতের দিনে
পুলছিরাতের পারে
যাবে না কেউ বেহেস্তে
তোমার শাফায়ত বিনে।
বেহেস্তের লোভ করিনা
আমি এই জগৎ সংসারে ,
মরিবার আগে যেন
একবার দেখিতে পাই তোমায়
আমি আমার স্বপনেরও মাঝে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্তুতিময়... অসাধারণ
  • একনিষ্ঠ অনুগত ২২/০৯/২০১৪
    ভালো লাগলো। স্বপনে দিদার চাই সেই মহামানব মোহাম্মদ (সঃ) এর।
  • বেশ ভাল লিখেছেন।
    • অসংখ্যক ধন্যবাদ ।
  • খুব সুন্দর গঠনমূলক কবিতা। ভাল লাগলো।
 
Quantcast