www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবুঝ

নিঝুম রাত আমি একা
তারা গুলোর সাথে আড়ি দিয়ে চেয়ে আছি
দূরে টায়ার পোড়া কুণ্ডলী পাকানো ধোঁয়ার দিকে  ,
থেমে থেমে গুলি আর টেয়ার শেলের শব্দ
ধুম ধাম ককটেলের শব্দে  
কানের সাথে হৃদয়ও স্তব্ধ হয়ে গেছে ।  
ভয়ে আতঙ্কগ্রস্থ আমি এবং আমরা ।
রাজপথ দখল করে আছে কিছু বোবা, কালা, আন্ধের দল
ওরা বুঝেও কিছু বুঝেনা ওরা শুনেও কিছু শুনে না
ওরা দেখেও কিছু দেখে না ।
ওরা অবুঝ কিছু পথ্য শিশুদের হাতে তুলে দেয়
কলমের বদলে বোমা !  
আর ওদের সাথে যুদ্ধ করার জন্য আছে
পোশাক পরিহিত রোবটের দল ,
যাদের কাজ হল শুধু কমান্ড ফ্লো করা। যারা না বুঝে মানবতা না বুঝে হৃদয়ের ব্যথ্যা ।  
দূরে শোনা যায় যুদ্ধের দামামা ,
কিন্তু পেটতো তা শোনেনা , পেট শোনে ক্ষুধার ডাক
পেট না মানে দামামা না মানে যুদ্ধ
পেট চায় শুধু দু মুঠো ভাত।
বোমা খেলাম, লগি বৈঠার বাড়ি খেলাম
খেলাম রোবটের বুটের লাথি ,
তবুও পোড়া পেট আমার চায় শুধু দু মুঠো ভাতই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১৯/০৯/২০১৪
    অশান্তি দূর হউক।
  • সাইদুর রহমান ১৮/০৯/২০১৪
    অনবদ্য।
    ভালো লাগলো।
    শুভেচ্ছা নিবেন।
  • রুমা চৌধুরী ১৮/০৯/২০১৪
    ভাল লাগল কবিতা। শুভেচ্ছা রইল।
  • শিমুল শুভ্র ১৮/০৯/২০১৪
    ওয়াও খুব সুন্দর কবিতা ।
 
Quantcast