www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরুদ্ধ

আমি আমার অস্তিত্ব খুঁজে বেরাই
নোংরা জঞ্জালে ভরা এই নষ্ট পঁচা সমাজে ।
ডাস্টবিন থেকে যেমন
পথ শিশুরা খাবার খুঁজে বেরায়,
কাক যেমন ময়লা আবর্জনা খুড়ে খুড়ে খায় ।
আমিও তেমনি আমার অস্তিত্বকে খুঁজে বেরাই
স্মৃতির লোনা ঘোলা জলে আর
মিথ্যাচারের ধ্বংসযজ্ঞের নিচে ।
পাহাড় ধ্বসে যে ভাবে মাটি চাপা পরে
সুনামি এসে যে ভাবে সব গ্রাস করে
মৎস্যন্যায়ে যে ভাবে বড় বড় মাছগুলো
ছোট ছোট মাছগুলোকে গিলে ফেলে,
ঠিক সেই ভাবে আমার অস্তিত্বগুলো বিলিন হয়েগেছে ।
আমি আমার অস্তিত্ব খুঁজে বেরাই
তমিস্র আধাঁর রজনীতে ধূ ধূ মরু প্রান্তে
যেখানে মরা লাশের পঁচা গন্ধ
বাতাসে ভেসে বেরায় ।
যেখানে লাশেরা মিছিল করে
শেয়াল কুকুরের দাবায় ।
শেয়াল কুকুর গুলো হানা হানি আর দাপা দাপি শুরু করে
কে ছিঁড়ে নিয়ে যাবে লাশ গুলো ।
ঐ খণ্ড বিখণ্ড লাশ গুলোর মাঝে
আমি আমার অস্তিত্বকে খুঁজে বেরাই ।
চার পাশে তাকালে দেখি
দানবগুলো বাসা বেধেঁছে অদৃশ্যতার মাঝে ।
আমি শুনিতে পাই দানব গুলোর শিৎকার ,
কি বিভৎস কি নোংড়া তাদের হাসি ।
ওরা চেয়ে থাকে আমার দিকে পলকহীন দৃষ্টিতে
যে দৃষ্টিতে আমি দেখি অতৃপ্ততা আর ক্ষুধা,
ওরা একে একে সবার অস্তিত্ব গ্রাস করে নিবে
যেমনটা করেছে আমার অস্তিত্বকে ।
আমি আমার অস্তিত্ব খুঁজে বেরাই
রক্তের লাল রং দিয়ে রাঙিয়ে যাওয়া হলি খেলায় ।
এই রঙের দাগ যে ছরিয়ে গেছে সব খানে
এ যে বর বেহায়া আর বেশরম রক্ত
এ রক্তযে পথের ধারে পরে থাকা গরিব ছোটলোকের রক্ত ।
আমি খুঁজে বেরাই নিজেকে
ঘুনে ধরা জীবন্ত মানুষগুলোর মাঝে ,
আমি বিলিন হয়ে গেছি তাদের মাঝে থেকে বহু দিন আগে ।
দাবানলের আগুন যেমন সব পুড়িয়ে ছাড়খার করে দেয়
তেমনি জীবন্ত মরা মানুষগুলোর ভেতর থেকে
আমাকে ধ্বংস করে
জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে ।
আজ আমি আমার অস্তিত্ব কে খুঁজে বেরাই
বিষক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মত করে ।

বিঃ দ্রঃ > আমাদের বিবেক আমাদের খুঁজে বেরায়, কারণ আমরা আমদের বিবেক কে অনেক আগেই বিসর্জন দিয়েছি, কিছু দানবের প্রলভোনে, আর সেই দানব হোল আমদের লোভ লালসা ইহ জাগতিক সুখ ...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৮/০৯/২০১৪
    সুন্দর লিখেছেন...
  • শিমুল শুভ্র ০৭/০৯/২০১৪
    প্রথম প্রয়াস বেশ লাগলো । কবিতার সার্থক প্রয়াস ।
 
Quantcast