www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহানবি (স)

মহানবি (স)
- এম. মাহবুব মুকুল

বিশ্বের সেরা, সৃষ্টির বুকেতে মহান,
মরুর বুকে, বালুতে আনল প্রাণ।
আমাদের নবি। বিশ্বনবি,
বিশ্বের বুকে শান্তির রবি।
সারাজীবন পথভ্রষ্ঠ মানুষের শুনিয়েছেন বাণী,
আমাদের মাঝে রেখেছেন কোরাণ-হাদিস খানি।
মানুষের সেরা, নবিদের রাজা , মহানবি
উম্মত মোরা দুরুদ পড়ি, হে নবি।
জগতে যত মহাজ্ঞানী জন, তাঁদের মধ্যে মহান,
মানব মুক্তির সেবাই তাঁর শ্রেষ্ঠ অবদান।
সত্যের প্রভু ভক্ত, নাম তাই আল-আমিন
ধরণীর বুকে নিয়ে এলো সত্যের দিন।
আমাদের নবি, বিশ্বনবি। মানবের শ্রেষ্ঠ
অবহেলায় কাটাতেন না ক্ষণ, কর্মে ছিল নিষ্ঠ।
গাছপালা, জীবজন্তু তোমায় করত সম্মান,
মানুষই কেবল তোমার পথ করেছে ম্লান।
অত্যাাচারির হাতে তুমি নিপীড়িত,
এ কারণে বিশ্ব আজও অবিভূত !
এত ভালো, এত তুমি মহিয়ান,
এত ভালোবাসো স্রষ্টাকে, তুমি মহাপ্রাণ।
বিশ্বে আজ বিজয়ের ঝাণ্ডা ইসলাম,
দরুদ পড়ি হে নবি, জানাই সালাম।
হিংসা ছেড়ে ধরতে হবে নবির পথ,
তবেই মোরা পাব উজ্জ্বল ভবিষ্যৎ।
শক্ত হাতে ধরলে হাদিস-কোরান
স্রষ্টার কাছে আমরা পাব সম্মান।
নবির নামে পড়ি দরুদ-সালাম
হযরত মুহম্মদ মোস্তফা (স) ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast