www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনা ভাইরাস

করোনা ভাইরাস
এম. মাহবুব মুকুল
চীনের উহানে জন্মানো করোনা ভাইরাস আজ বিশ্ব বিপর্য্য়,
কার পাপে অভিশপ্ত ! হারাচ্ছে সৌন্ধর্য্, জাগছে মনে ভয় ।
মহামারির মহাতাণ্ডব মহাবিশ্বে, বিশ্ববিবেক ছাড়ছে দীর্ঘশ্বাস,
কভেড-১৯ রোগির কথা শুনলে। বলছে , ওখানেই কর বসবাস ।
ভারাক্রান্ত শোকার্ত্ বুকে মর্তে র মাটিতে অশ্রুধারা,
অন্তরীক্ষে যামিনীর গাঢ় অন্ধকারে দিবালোক ভরা ।
ধ্যানে-জ্ঞানে স্রষ্টাকে স্মরণ করো । করো আরাধোনা ,
মৃত্যুর মিছিলে দেখ আহাজারি । আক্রান্ত ব্যাধির যাতনা ।
দিশেহারা জাতি ! মরণ ঘাতি ভাইরাস, সেতো করোনা !
হে পরম করুনাময় । এ মরণ ব্যাধি ভাইরাসে মেরো না ।
বিশ্বপরিমণ্ডলে দেশ-জাতি-প্রকৃতি হারাচ্ছে ছন্দ,
বিনা নোটিশে ফাঁকা শহর । অফিস আদালত বন্ধ ।
নীরব নিস্তেজ দেশে দেশে আজ বিশ্বঅর্থনীতি
সংশয়-দুচিন্তায়, দুর্যোগে ঘেরা। চারিদিকে ভয়-ভীতি।
জীবনের কতো মূল্য, বুঝেছে মানুষ করোনার প্রকোপে,
জ্বর-সর্দি-কাঁশি-হাঁপানিতে ধরণি উঠছে কেঁপে কেঁপে।
জাতি-ধর্ম সব আজ একাকার। অদৃশ্য করোনার হুঙ্কারে ,
অশুভ মেঘের অট্টহাসির বজ্রঘাত কানে বাজে ঝংকারে ।
বিভীষিকাময় লৌকিক সমাজে হাহুতাশ ! বাঁচাও বাঁচাও !!
মৃত্যুর মিছিলে, লাশের স্তুপে, এ নভে বিশ্ববিবেক জাগাও ।
আতঙ্কিত জনপদে অসহায় মৃত্যু! বিশ্বজুড়ে উৎকণ্ঠা ,
অদৃশ্য শক্তির কাছে পরাভূত , রাষ্ট্রনেতার অহংকারি ঝাণ্ডা ।
অহংকারি দাম্ভিক মাথাগুলো চূর্ণ –বিচূর্ণ । কিংকর্তব্যবিমূড়,
হে প্রভু! প্রতিপালক । দয়া করো। মনো শক্তিকে করে দাও দৃঢ়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast