www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি তরুণ

আমি তরুণ আমি অরুণ, আমি মানি না কো হার।
আমি এগিয়ে যাই, ধরি পথ -অসীম সম্ভাবনার।
আমি বড় বাঁধা, প্রকান্ড বাঁধ হয়ে দাড়াই অসমতার।
আমি নবীন, নতুন করে সাজাই এ জগৎ সংসার।
আমি আশার আলো জ্বালাই- করি অবসান হতাশার।
গুষ্টিসুদ্ধ বস্তায় পুড়ি যত দুঃখ বেদনার।
আমি প্রতিবন্ধক, রুখে দেই যত অনিয়ম-অনাচার।
আমি বিশ্বাসী, প্রার্থনা করি এক বিধাতার।
আমি আলোর বাহক, বয়ে যাই আলো- তারাই অন্ধকার।
আমি খরার দিনে বৃষ্টি হয়ে ঘুঁচাই হাহাকার।
আমি মুক্তিদূত, ভাঙি শৃঙ্খল পরাধীনতার।
আমি বজ্রকন্ঠি, উচ্চারি ধ্বনি- সাম্য আর মানবতার।।
০২/০২/২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো হয়েছে। সমসের ভাই এবং সান্যাল ভাইয়ের সাথে সহমত।
  • শমসের শেখ ২৬/১০/২০১৫
    ভালো হয়েছে তবে, আমি কথার ব্যবহারটা আর একটু কম করে অন্য কিছু ব্যবহার করলে কবিতার ভাবমূর্ত সুন্দর হতো। আসা করি আরো ভালো হবে।
  • বাঁধা আর বাধার মধ্যে তফাত আছে। কবিতায় গুরু চন্ডালী দোষ আছে। অর্থাৎ গুষ্টিসুদ্ধ কথাটি বেমানান। আশাকরি ভবিষ্যতে উন্নতি হবে।
 
Quantcast