আমি মৃত্যুর প্রহর গুনি
আমি সব ছেড়ে
মৃত্যুর প্রহর গুনি,
কারণ আমি জানি—
মৃত্যুতেই খুলে যায়
মানুষের আসল হিসাব।
জীবিত থাকতে
আমার ভুলগুলো ছিল অগ্রহণযোগ্য,
আমার কান্না ছিল নীরব বলে অবহেলিত।
কিন্তু আমি জানি—
যেদিন আমি মাটির নীচে ঘুমাব,
সেদিন বলা হবে,
“আল্লাহ গফুরুর রাহিম,
সে-ও তো ক্ষমার যোগ্য ছিল।”
হায়!
এই একটুখানি স্বীকৃতি,
এই একফোঁটা ক্ষমা—
আমি জীবিত থাকতেই পেলাম না।
হে আল্লাহ,
মানুষ যদি না-ই মানে,
তুমি তো জানো আমার নিয়ত,
তুমিই আমার শেষ সাক্ষী,
আর তুমিই আমার একমাত্র ভরসা।
মৃত্যুর প্রহর গুনি,
কারণ আমি জানি—
মৃত্যুতেই খুলে যায়
মানুষের আসল হিসাব।
জীবিত থাকতে
আমার ভুলগুলো ছিল অগ্রহণযোগ্য,
আমার কান্না ছিল নীরব বলে অবহেলিত।
কিন্তু আমি জানি—
যেদিন আমি মাটির নীচে ঘুমাব,
সেদিন বলা হবে,
“আল্লাহ গফুরুর রাহিম,
সে-ও তো ক্ষমার যোগ্য ছিল।”
হায়!
এই একটুখানি স্বীকৃতি,
এই একফোঁটা ক্ষমা—
আমি জীবিত থাকতেই পেলাম না।
হে আল্লাহ,
মানুষ যদি না-ই মানে,
তুমি তো জানো আমার নিয়ত,
তুমিই আমার শেষ সাক্ষী,
আর তুমিই আমার একমাত্র ভরসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
