দূরত্ব
    দিনের পর দিন শুধু দূরত্ব বেড়ে যায় 
হারিয়ে যাওয়া মধুক্ষণগুলো ফিরে আসেনা আর ।
তোমার হাতটি ধরে চলা হয়না আর ।
অবুঝ স্বপ্নগুলো আমারই চারপাশের দেয়ালে
ধাক্কা লেগে ফিরে আসে বারবার ।
স্মৃতিগুলো তবু জমিয়ে রেখেছি দিনের পর দিন ;
কল্পিত সুখস্বপ্নে হয়েছি বিভোর ।
তারপর শুধুই দীর্ঘঃশ্বাস একরাশ ,
অসীম শূন্যতার সাথে বাস ।
জীবনটা মধুর আবেশি স্বপ্নের মত
হলেও হতে পারত ।
কেন হল না? উত্তর নেই জানা ।
হয়তো বৃষ্টির ছাটে ভেজা জানালার কাচে
লিখেছিলাম তোমার আমার নাম ।
আরো বৃষ্টিতে ধুয়ে গেছে সব ।
রচনাকালঃ ২৩-৪-২০১৬
হারিয়ে যাওয়া মধুক্ষণগুলো ফিরে আসেনা আর ।
তোমার হাতটি ধরে চলা হয়না আর ।
অবুঝ স্বপ্নগুলো আমারই চারপাশের দেয়ালে
ধাক্কা লেগে ফিরে আসে বারবার ।
স্মৃতিগুলো তবু জমিয়ে রেখেছি দিনের পর দিন ;
কল্পিত সুখস্বপ্নে হয়েছি বিভোর ।
তারপর শুধুই দীর্ঘঃশ্বাস একরাশ ,
অসীম শূন্যতার সাথে বাস ।
জীবনটা মধুর আবেশি স্বপ্নের মত
হলেও হতে পারত ।
কেন হল না? উত্তর নেই জানা ।
হয়তো বৃষ্টির ছাটে ভেজা জানালার কাচে
লিখেছিলাম তোমার আমার নাম ।
আরো বৃষ্টিতে ধুয়ে গেছে সব ।
রচনাকালঃ ২৩-৪-২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আসাদুজ্জামান নূর ২৬/১১/২০১৭গুড
 - 
        আসাদুজ্জামান নূর ২৫/১১/২০১৭নাইচ
 - 
        আসাদুজ্জামান নূর ২২/১০/২০১৬good
 - 
        সোলাইমান ২৮/০৯/২০১৬বেশ সুন্দর
 - 
        প্রিয় ২৫/০৭/২০১৬''অ''আপনার কবিতাটি তো খুব সুন্দর।
 - 
        স্বপন শর্মা ২৯/০৫/২০১৬হুম।।। সঠিক ব ল ছে ন।।
 - 
        একরামুল হক ১০/০৫/২০১৬দারুন লাগল . দুরত্ব মানুষকে উম্মাদ করে তোলে
 - 
        একরামুল হক ১০/০৫/২০১৬দারুন লাগল .
 - 
        শাহারিয়ার ইমন ০৩/০৫/২০১৬দূরত্ব কেবল বাড়তেই থাকে
 - 
        মোবারক হোসেন ০১/০৫/২০১৬সুন্দর লাগলো কবিতা
শুভেচ্ছা ।। - 
        পরশ ৩০/০৪/২০১৬দারুণ
 - 
        শ্রীরূপা লাহিড়ি ৩০/০৪/২০১৬মধুর!
 - 
        মোঃ নাজমুল হাসান ২৮/০৪/২০১৬অসাধারণ...
 - 
        পরশ ২৮/০৪/২০১৬আনন্দ পেলাম
 - 
        শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৮/০৪/২০১৬বেশ ভালো
 - 
        পরশ ২৭/০৪/২০১৬ভাল কবিতা
 
