www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছুটা দীর্ঘশ্বাস

কিছুটা দীর্ঘশ্বাস
মোঃ রায়হান কাজী
---------------------
এ অবেলায় কেন এলে কবি আমার দোরে?
জানি না গো প্রিয় হে স্বপ্নময়ী।
এ দেশান্তরে মাঝে তুমি ছিলে এতদিন কোন সে গোধূলি পাড়াতে,
আমিতো শুধু খুঁজে বেরিয়েছি তোমার চরণ ধ্বনি নির্জনে।
আমি যে অসহায় পারি না লিখতে হায়,
মনের ভাষা পড়েনিবো যদি সে চায়!
যাক বেলা শেষে, সূর্য ডুবু ভুবু,অন্য প্রসঙ্গে যাই
কারণটা কি জানা যাবে গোধূলিলগ্নের,
সখার এমন পরিবর্তন হয়েছে কী করে?
কবির সান্নিধ্যে যখন আসছি,
কিছু হলেও লিখতে পারব মনে হয়।
তা আমি জানি অন্তর দামী।
তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি
আমার কাছে কি প্রত্যাশা করো বলো,
তুমি এক ভুবনের আমি এক ভুবনের
দূরত্ব যে অনেক কাছে আসবে কী করে?
অপেক্ষাটা না হয় কিছুটা দীর্ঘহোক আজ,
দূরত্ব কবু হয় না বাঁধা ওগো মনন বাসিনী,
কাছে আসো যদি আজি,
আগলে রাখবো তোমায়
রাত্রি নিশিতে দুবাহু আর পিঞ্জর দিয়ে
অমৃত সুধা প্রাণ করাবে কী পরমস্নেহে?
আমি সুন্দরী নয়,
সুন্দর একটা মন আছে এটা বলা যায়।
জমবে বেশ যদি তুমি থাকো রাজি
এক জায়গা ঘুমাই, চুপিসারে
সেটুকু জায়গায় তোমাকে রাখতে পারবো বলে মনে হয়।
বেশ বেশ বেশ রাখি এখন,
বাকিটা না হয় বলা হবে কাল।
অপেক্ষায় রইলাম....!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিন্দ‍্য সুন্দর
  • অভিজিৎ হালদার ২১/০২/২০২২
    Valo
  • দীর্ঘশ্বাস জীবন জুড়েই।
  • ন্যান্সি দেওয়ান ০৭/০২/২০২২
    Sundor
  • ফয়জুল মহী ০৭/০২/২০২২
    অনিন্দ্যসুন্দর অনুভূতির মাধুর্যতায় অনুপম প্রকাশ।
  • বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
 
Quantcast