www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকেই চাই

তোমাকেই চাই
মোঃ রায়হান কাজী
---------------------
রৌদ্রস্নাত দিনে আলোছায়ার ভিড়ে তোমাকে চাই।
আকাশের নীলিমার মাঝে তোমাকে চাই৷
পাখির কিচিরমিচির শব্দের সাথে তোমাকে চাই।
হেমন্তের পাতা ঝরা দিনে শুধু তোমাকে চাই।
বৈশাখের আনন্দ উল্লাসেও তোমাকে চাই।
নদীর রূপালি ঢেউয়ের সহিত তোমাকে চাই।
বটতলায় বসে আবেগময়ী বার্তায় তোমাকে চাই।
মেঘলা আকাশে মেঘেদের ভিড়ে তোমাকেই চাই।
মেঘ জমেছে চোখের কোণের তোমাকে চাই।
বাদলা দিনের জলের প্রতিবিম্বের মাঝেও তোমাকে চাই।
এক কাপ চায়ের ধোঁয়াতেও তোমাকে চাই।
গগনের তারকার মাঝে তোমাকে চাই৷
রূপ বৈচিত্র্য আর ঝলমলে রাতে তোমাকে চাই।
নদীর কূল ঘিরে হাঁটার জন্য পাশে তোমাকে চাই।
আমার সকল কামনা-বাসনায়ও তোমাকে চাই।
আলোয় ঝলসানো রুটিটার মাঝেও তোমাকে চাই।
জ্যোৎসার আলোকময়ী রাতেও তোমাকে চাই।
বহুদূর পথ চলার সঙ্গি হিসেবে তোমাকেই চাই।
তোমাকে চাই আমি হৃদয়ের গহীন কোণে।
স্মৃতি স্মারক হিসেবেও পদ্মপাতায় তোমাকে চাই।
আমার পৃথিবী জুড়ে তোমাকেই চাই প্রিয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ৩০/০৫/২০২১
    Sundor
  • সুন্দর লেখা।
  • অভিজিৎ হালদার ১৩/০৫/২০২১
    সুন্দর প্রথমের বাতাবরণ
  • সুন্দর প্রেমের কবিতা।
  • ফয়জুল মহী ১০/০৫/২০২১
    খুব সুন্দর লিখেছেন I
  • excellent post
  • দারুণ
 
Quantcast