www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোর সাথে

আলোর সাথে
মোঃ রায়হান কাজী
------------------
আলোর সাথে উঠলো ফুটে
প্রজাতির শতদল মধু খুঁজতে।
গোলাপের পাপড়িগুলো থরে থরে,
সুগন্ধ ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল দিনে।
নিবিড় কালো আঁখি জোড়া মেলে,
মাঝখানেতে সোনার কোষ উল্লাসে
আলোর সাথে ছড়িয়ে যাচ্ছে চারদিকে।

নীলাম্বরী বুকে ঢেউ উঠেছে,
বাতাস বহে গগন প্রাণে।
সুরের মুছনায় জীবন বাজে,
হৃদয়ের অন্দরমহলে প্রাণ নেচে ওঠে।
ডুব দিয়ে এই সমুদ্রতটে,
জীবনী-শক্তি নিতেছি বক্ষ ভরে।
মৃদুস্বরের পরশখানি শীতল হয়ে,
লাগে আমার বুক পিঞ্জরে।
আলতো ছোঁয়ায় আঁচল পেতে,
দিয়েছি ঠাঁই ভূমির কিনারা জুড়ে।

আলোর সাথে জীব রয়েছে
বনলতা সবুজ অরণ্যের কাছে।
ঘুচুক অবসাদ প্রকৃতির কৃপা পেয়ে।
ললাটের কাদামাখা মাটিতেই,
অঘ্রাণ এখনো আছে মিশে।
মিটুক সর্ব সাধ এই প্রহরে,
গৃহ ভরিয়ে তুলুক আনন্দ উল্লাসে।
আলোর সাথে ছড়িয়ে দেও প্রাণশক্তি
প্রকৃতির রূপ বৈচিত্র্যের তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আশরাফুল হক মহিন ০১/০২/২০২১
    খুব ভালো
  • প্রকৃতির ছোঁয়া সর্বদা প্রাণবন্ত।
    আন্তরিক শুভেচ্ছা রইল অপরিসীম।
  • মল্লিকা রায় ৩১/০১/২০২১
    চমৎকার লেখনী
    মুগ্ধতা থাকল কবি।
  • খুব সুন্দর ভাবনা
  • দারুণ
  • মনোমুগ্ধকর লেখার জন্য ধন্যবাদ।
  • ফয়জুল মহী ৩১/০১/২০২১
    অত্যন্ত সুন্দর ও পরিপাটি লেখাটি ।ভীষণ মুগ্ধ হলাম কবিতার লাইন পড়ে সব কয়টি।
 
Quantcast