www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় ভূমির খোঁজে

হৃদয় ভূমির খোঁজে
মোঃ রায়হান কাজী
__________________

হৃদয় ভূমির খোঁজে অনেক লোকজনের ভিড়ে,
জাগিয়া আছে কী কোনো নীতি নির্ধারনী অচল স্মৃতি।
ধবল শৈলী কারুকার্জ নির্মিতব্য আছে কী হিমগিরি?
আমার দিবসে রজনী আসে যায় ফিরে প্রান্তের কিনারা ঘিরে।

যেখানে আমার চরণ দুখানা পড়েছে মর্ম গভীরতম,
উন্নত শির করিয়াছে সকল উচ্চ মম অবিরত।
রঙিন মেঘেদের মতো আছে কল্পনা শত,
হাসিতেছে কাঁদিতেছি স্নিগ্ধ মমতায় হচ্ছে নত।

শিখর গগননীল দর্গম জনহীন বাসনা বিহীন,
কাটছে যে রাত্রিদিন নিরক্ত অন্তরের প্রলাপে অনন্তকাল।
ফুলপল্লবভারে শ্যামল তরুলতাগুলি সাঁজে,
সবুজ লতাপাতা দিয়ে বাহুবেষ্টন জুড়ে জড়াইয়া অঙ্গখানি৷

চারদিকে হাজারো রকমের মানুষের আনাগোনা,
কত গীত কত কথা বলছে দেখনা নীতিমালা?
মাঝখানে দাঁড়িয়ে ধ্যানের মতো নিশ্চল নিরবতা।
চিত্তগগনে উঠছে ভেসে অস্তমিত নিত্যনীহারিকা৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার প্রকাশ
  • wonderful!
  • ফয়জুল মহী ২২/০৯/২০২০
    Wonderful pome
  • কুমারেশ সরদার ২২/০৯/২০২০
    অনবদ্য
  • দারুন
 
Quantcast