www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিগন্ত-চক্রে নদী ভাসে

দিগন্ত-চক্রে নদী ভাসে
মোঃ রায়হান কাজী
_____________

সংকীর্ণ দিগন্ত-চক্রের পরিমন্ডলের মাঝে,
মেঘেদের আনাগোনা বাড়ে সময় অসময়ে।
অবলুপ্ত নিকট গগনবিহারীতে,
বজ্র চমকায় বিকট শব্দ করে তীব্রতার সাথে।

প্রলয়ের হুংকারের সাথে পুষ্পবুকে,
কেন জানি অশ্রু ভরে ওঠে নয়ন জুড়ে?
পরিপ্লুত সিক্ত নদীর কাছে কুটিরদ্বার,
ভাঙ্গন ধরেছে নিমজ্জিত প্রহরে বৃতি হয়ে৷

শিহরিত লোকজন উষার সন্ধ্যায়,
পথস্থ ভয়ে পান্থ নিয়েছে আশ্রয়।
না-জানি ঝড়ে লন্ডভন্ড হয় সবকিছু,
কুঁড়েঘরে আছে যত আসবাবপত্র আরকিছু।

আষাঢ়ের ক্লান্তি কালে জলের যৌবন আসে,
নদীর দুকোল ভাসেডুবে সন্ধ্যা সকাল নিয়ম করে।
প্রলয়ের হুংকারে মাঠেঘাটে বর্ষার কবলে,
কৃষকের ক্ষতিতে প্রাণ যায় শুকিয়ে।

নিষিক্ত স্তব্ধতা ভেদি স্রোতের সঙ্গে তাল মিলিয়ে,
কতকিছু যায় তলিয়ে বিকট শব্দের সাথে।
উন্মাদ শ্রাবণবন্যা ছুটে আসে উজান থেকে,
অবরুদ্ধ পরান-পল্বলে নিঃস্বনে কল্লোলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ১০/০৮/২০২০
    সুন্দর
  • অভিভূত হলাম
  • খুবই সুন্দর অভিব্যক্তি।
  • ফয়জুল মহী ০৭/০৮/২০২০
    অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I
 
Quantcast