www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আঁকড়ে ধরা

আঁকড়ে ধরা
মোঃ রায়হান কাজী
-------------------
জানিনা কোন সে মায়ার
বাঁধনে বেঁধেছ আমায়।
তোমাকে ভেবে অজান্তে
যে হারিয়ে যাই মেঘেদের ভিরে।

নীলছে আকাশে তারাদের ভিড়ে
নীলছবি আঁকি কল্পলোকে।
দূরে থেকেও যেন,
আগলে রাখ এই আমাকে।

আশেপাশে যতসব লোকজনের
আছে আনাগোনা।
তোমাকে খুঁজে ফিরি,
তাদের মধ্যেখানে।

প্রভাত ফেরীতে যখন সূর্য হাসে,
সেই হাসিতে আমি মিলিয়ে নেই তোমাকে।
সূর্যের মিষ্টি আলো যখন, এসে পড়ে শরীরে
তোমাকে অনুভব করি সূর্যরশ্মির সাথে।

এ কোন সে ঘোর জানিনা,
কিভাবে কাটাবো মায়া তা বুঝি না?
আমি বুঝি শুধু তোমার ভালোবাসা,
পথের মাঝে সমীকরণ আঁকড়ে ধরা।

গণিতের খাতায় শেষটা,
তোমাকে নিয়েই সমীকরণ টানা।
সব হিসাব কষে,
তোমাকেই খুঁজে পাই নির্জনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পুষ্পিতা পাল ১৫/০৭/২০২০

    সুন্দর
  • Valo,but aro subdor kobita chai.
  • ন্যান্সি দেওয়ান ১১/০৭/২০২০
    Nice
    • Md. Rayhan Kazi ১২/০৭/২০২০
      Thanks bro
  • ফয়জুল মহী ১১/০৭/২০২০
    Excellent
 
Quantcast