তুমি
তুমি এমন একটি নিশ্বাস
যা আমার বেচে থাকা,
তুমি এমনন এক সুর
যা আমার প্রেমগীত।
তুমি এমনই এক বসন্ত
যেখানে আমার কুকিলের গান,
তুমি এমনি এক বাগান
যেখানে আমার প্রিয় ফুল।
তুমি এমননি এক কবিতা
যেখানে আমাত সমস্ত ছন্দ,
তুমি এমনি এক প্রিথিবী
যেখানে আমার সকল স্বপ্ন