www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্য মা

আজকের অপরাহ্নের আকাশ সে হয়তবা আমার জন্য
আমি বিষন্ন ছিলাম তাই সে মেঘাচ্ছন্ন,
আমি মস্তবড় এক শোকে কেঁদেছিলাম খুব
পাপড়ি ভেজেনি চোখের
তাই সে অঝর ধারায় ঝরেছিল।
এক পৃথিবীর বুকে আমি ক্ষুদ্রাতিশয়
বর্ষণে মাঠ ঘাট থৈ-থৈ, অথচ
কচুপাতার মতো আমার ভেতরকার
হাহাকার শূন্যতার অতিশায়ন অক্ষত ছিল,
আমার চঞ্চলতার পুরুত্ব নিবৃত করতে পারেনি আমায়।
এক আধটু অশ্রয়ের নিমিত্তে ছুটে গিয়েছিলাম
তুরাগ নদীর বিদির্ণ বক্ষে
গর্ভে তার অজস্র জলকণা অসঙ্খ প্রাণীর আধার।
উড়ে যাওয়া গাঙচিল আর সাদা বক
শতদলের লোকচুরি, জলছোঁয়া শীতল পবন
অবসান করেছিল মনের হুতাসন।
মাছরাঙ্গা ওই মাতাকে ভেদ করে আহারাদি জোটায়
তার শীতল মায়া আমায় যেন বেঁধেছিল ওই ক্রোড়ে
আমারে শান্ত করেছিল ঠাই দিয়েছিল বুকে
কেঁদেওছিল আমার বেদনার শোকে,
ওই নদী মাতা.....
২৮-০৭-১২ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast