www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথে

হাজার বছরের ক্লান্ত পথিক এক
হারায়েছি আমি দিশা
বছরের পর বছর ঘুরেছি দেখেছি
মৃত, জীবিত শহরের পরে শহর অপেয় তিশা।
আর জীবনে যতি পেতাম পূনঃ জনম
তবে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে যেতাম
দেখিয়ে যেতাম আমি যা পাইনি ঢেলে দিতাম সব
আকাঙ্ক্ষার ধন হয়ে তৃষ্ণার্ত হৃদে চাহিবা মাত্র।
কিন্তু অমন অহেতুক বিশ্বাস আমার নেই
আমিত জীবনানন্দ নই আবার আসিব ফিরে
পরমানন্দে ওই ধান সিঁড়িটির তীরে
শঙ্খ চিল আর শালিকের বেশে।
তৃষ্ণার্ত হৃদে আমার যা পাওয়ার আর যা চাওয়ার
আমি কুড়িয়ে যেতে নিমগ্ন এক আধার পৃথিবীতে।
যেমন ঝি-ঝি পোকা অন্ধকার মলয়েও পথ দেখে
আপন জ্যোতিতে, গমন করে আপন পাখনায়।
                                       
বৃহস্পতিবার
১৫ ভাদ্র ১৪১৯
৩০আগষ্ট ২০১২ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ৩১/১২/২০১৩
    জীবনানন্দের ছিল ধানসিঁড়ি
    তাই সে আসে যে ফিরি ফিরি
    তোমার কি আছে জননী মা
    পাবে না তার কোন তুলনা।
 
Quantcast