www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি বেঁচে আছো হৃদয়ের আকাশে

#মোহাম্মদ আয়নাল হক
বিকেলের রোদ যেন থমকে গেলো
আকাশের সরদ নীল।
মেঘের ধোয়াটে পিজ্জা তুলা আর
আঁধখানা রূপালী চাঁদ,
//
হঠাৎ চমকে উঠে সূর্যের অভিমুখে।
বিকালের সোনালি বিমুগ্ধ ছাঁয়ার
পাশে।
//
কেবল সমুদ্রের উৎবেলীত খেলার ঢেউ।
প্রেমহীন হৃদয় জুড়ে নেচে ওঠে
প্রাচীন প্রেমময় সুখের মৌ।
সাদা কাশ বনে হঠাত্ বৃষ্টি এসে
চলে গেলো,
//
তোমার চিবক স্পশিত কল্পনা করে
যেন অামি দাড়িয়ে অাছি সাগর
সফিনে তীরে।
//
এখনি নামবে অালো ছায়ার অন্ধকার।
চাঁদ এখনো খোলসের মুখ খুলে,
উন্মুক্ত অাকাশের নীলে ভাসেনি।
বিকেলের রোদঅার মেঘে ঢাকা
চাঁদের অালোর;
মাঝে অামি বিদর্প শূণ্য একা
দাড়িয়ে!//

কোথাও কেউ নেই।
শুধু হৃদয়ে বেঁচে অাছো তুমি
অার তোমার অনন্য স্বপ্নময় স্মৃতি।
তবু অামি বিকালের স্নিগ্ধ
অালোতে, সাগরের উচ্ছ্বাস ঢেউ এর
খেলাতে,
//
চাঁদের উজ্জল অালোতে
অামি এখনে তোমাকে খুঁজে পাই।
অাজ তুমি নেই!
তবু ভালবাসি তোমাকে।
//
ভালবাসারা ভালবেসে হৃদয়ে
জাগ্রত ভরে
বেঁচে থাকে অনন্তঃকাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় শর্মা ২৩/০৩/২০১৬
    মাহবুব ভাইয়ের সাথে একমত।
  • মাহাবুব ২২/০৩/২০১৬
    কবি,কবিতাটা ভালো হয়েছে,তবে কষ্টকরে একবার পড়ে লাইন গুলো যদি সাজাতেন তাহলে পড়তে আরো সহজ হোত,শুভেচ্ছা।
  • পরশ ২২/০৩/২০১৬
    খুব ভালো
 
Quantcast