www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের লেক উত্সবে

যেথা হতে রোজ দীপ্ত প্রভাতে প্রিয়রা জন্ম নেয়
মোনালিসা নয়,অজন্তা নয়,সামান্য সে হৃদয়।
মেঠো পথ আর দীন অলিগলি শ্রমের ফসল ঘরে
আছে প্রিয় মোর অতি সমাদর চিরকাল সংসারে।
লাউডগা ঘেরা,তিল, মোয়া,নাড়ু অন্তর চিরতর
ফুল পাতাঘেরা সেই অতিথীরা ভরে দেয় সংসার।
প্রতিদিন সেই প্রজ্ঞা বাহিত চেতনার উতসেরা
জন্মায় এই চিরবন্ধণ প্রীতি---- প্রেম বাহকেরা।
চলে যায় দিয়ে হৃদয় বিলিয়ে গভীর বেদনাহত
যেথা হতে জাগে অন্তর নাম মানুষেরা অক্ষত।
দুষ্কর ঘরে জ্বেলে দেয় ওরা সব সামাজিক দীপ
আলোকেরা হাসে চেতনা সকাশে নগরীরা উদগ্রীব।
আসে প্রিয় সেই বিচ্ছুরণে সারা দেশ আলোময়
বকূলের গানে,মাধবী বিতানে আজো তারা বাঙ্ময়।
জাগেনা হদয় আঁধার কালিমা জমে অন্তর ক্লেদ
পারিজাত রং ধুয়ে মুছে দিয়ে হৃদয়ের বিচ্ছেদ।
নেই প্রিয় সেই পাথরের ঘায়ে নির্য্যাস গেছে মরে
বর্জিত মন, চামড়া, পাঁজরে সময়ে নির্বিচারে।
নরকের পাঁকে কে যেন রেখেছে কতিপয় অঙ্কুর
আলো,জল,হাওয়া দিয়েছে প্রাণের স্পন্দন সুমধুর।
ক্ষুদ্র প্রাণের সম্মতিগুলো কচি প্রেম প্রাণ বৃক্ষের
বিছিয়ে এসেছে নতুন উদ্যম হিমায়িত এ বক্ষের।
ভরিয়ে নিয়েছি উদ্যম ভাষা মন্ত্র জীবন-যাপন
একত্রে গড়ে বাসক শয়ান প্রেমীর মন্ত্রোচ্চারণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ১৬/০৭/২০১৪
    বাহ!! বাহ!!
  • সাইদুর রহমান ১৫/০৭/২০১৪
    অসাধারণ।
    ভীষণ সুন্দর ছবি এঁকেছেন।
    শুভেচ্ছা জানবেন।
  • কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪
    বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা জানবেন দিদি। শুভ কামনা রইলো।
  • কবিতার রানী অসাধারন একেছো। অদ্ভুত সুন্দর।
  • আবু সাহেদ সরকার ১৪/০৭/২০১৪
    সুন্দর লাগলো কবি বন্ধু।
 
Quantcast