www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাল হো না হো

তুমি কি আর পারো,আগের মতো পারো?
ছিটকে নিয়ে ধুমকেতু ঐ আলিঙ্গনে ভরো
পারো কি আর পারো,আগের মত পারো?
নামাও দেখি চাঁদের আলো সূর্য্য মাখা পথ
অশ্ব তেজে টগবগিয়ে চলবে প্রেমের রথ,
আনতে পারো বিশ্বভুবন তারার ছায়াময়?
মিঠেল বাতাস ঢালবে প্রাণে প্রশান্তি তন্ময়।
পারো কি আর পারো ভুবন মুঠোয় ভরে?
নিশব্দ এই উদাস দুপুর সুরে আকূল করে।
হৃদয় ছেঁচে তপ্ত আকূল প্রেমে আকাশ ভরো
পারো কি আর পারো,আগের মতো পারো?
সাগর ঢেউয়ে,জোয়ার হয়ে,একশো মত সুখ
সকল ফুলের সুবাস নিয়ে সৌরভে উন্মুখ।
আকাশ বাদল মাতন প্রাণে হাজার রংয়ে চ্ছটা
বিচ্ছুরণে মাদল প্রাণে জাগে প্রেমের ঘনঘটা।
ছুঁয়ে দিলে একশো কাঁসর শিরার নাচন জড়ো
তুমি কি আর পারো,আগের মতন পারো?
খেই হারিয়ে যায় ফুরিয়ে কথার ঘরে কথা
নাচন জাগে সেই আবেগে হৃদয় প্রসন্নতা।
কোথায় হারাই কোন্ কূলে যাই ঠিকানাবিহীন
হুশ এলে তার ক্ষণটা ফুরায় হে চির নবীন!
আলো,আকাশ সব ফুরালো,হৃদয় চিরতরো
পারো কি আর পারো, আগের মত পারো?
তুমি কি আর পারো, আগের মতো পারো ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Mahfuza Sultana ০৪/০৭/২০১৪
    দারুন !!!
  • শিমুল শুভ্র ০৪/০৭/২০১৪
    স্যালুট কবি কে সুন্দর কবিতা দেওয়ার জন্য ।
  • বাহ বাহ বাহ দারুন।
  • কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪
    দিদি তোমার প্রতিটি লিখা-ই অসাধারন। খুব ভালো লেগেছে।
    • মল্লিকা রায় ১৪/০৭/২০১৪
      তাইতো তুমি নম্বর ওয়ান কবি---হাহাহাহাহা---শুভেচ্ছা নিও।আমারগুলো নকল নয় গো।
  • রাধাশ্যাম জানা ০৩/০৭/২০১৪
    সুন্দর ছন্দ পেলাম…চমত্কার...
  • দিদি সব বুঝলাম, ভাল লেগেছে তবে- 'কাল হো না হো' কী?
    • মল্লিকা রায় ১৪/০৭/২০১৪
      কি আবার---যদি চলে যেতে হয় এ আসর ছেড়ে--কোনদিন তা-ই আর কি----শুভেচ্ছা জানালাম কবি।
 
Quantcast