www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার অপেক্ষায়

বিমূর্ত ঢেউ উঠেছে ভেনাসের অতুলনীয় সৌন্দর্য সমুদ্রে
উড়ছে আলবেট্রস পশ্চিম দিগন্তের শান্ত সফেদ বুক ছুঁয়ে
স্নিগ্ধ সমীরণ বইছে আকাশের গোলাপি চিবুক স্পর্শ করে
এখনো আমি বপন করি সেই গোলাপ আমার হৃদয় গভীরে

সেই মেঘালয়ের অদম্য উচ্ছাস এভারেস্টের ধ্যানী চুড়ায়
তাজমহলের অমলিন সমাধি প্রস্তর এখনো প্রেমগীতি রচে
এমিলি ডিকিন্সনের সে এপিটাফ অমরাত্মার অস্তিত্বে নাচে
এখনো আমি লালন করি সে গোলাপ আমার হৃদয় গভীরে

ডেফোডিলে নয় জেনেছি তুমি আসবে বসন্ত গোলাপ ফুটিয়ে
কন্টকহীন পদ্ম মুকুলের শোভা যাত্রায় প্রণয়শীল রাগ বাজিয়ে
সূর্যালোকের পালকি দিয়ে চন্দ্রালোকে অসংখ্য তারার মিলনে
আর তোমার সম্ভাষণে সে গোলাপ আছে আমার হৃদয় গভীরে

প্রিয়তমা এসো, এসো তুমি আমার এ প্রেমমগ্ন নৈসর্গিক হৃদয়ে
এসো, এখনো অপেক্ষায় আছে সে গোলাপ আমার হৃদয় গভীরে

© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২২/০৩/২০২৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৪/০৩/২০২৩
    অনবদ্য।
    শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
  • সুন্দর অনুভূতির প্রকাশ।
  • শুভজিৎ বিশ্বাস ২৩/০৩/২০২৩
    ভালো লাগলো
  • সুন্দর
 
Quantcast