তোমায় ফিরিয়ে দেব
    ভোরের কারাগারে দুয়ার নেই, নেই জানালা, নেই কোনো ছাদ অবগুণ্ঠিত 
উন্মুক্ত আকাশের স্বচ্ছ ঢেউয়ে খেলা করছে প্রভাতের হিরন্ময়ী সূর্য
শরতের সে প্রভাত আমায় এনে দাও
তাজা হিমেল বাতাসে পদ্ম সুবাস পাই গোলাপের স্মিত হাসিতে
চড়ুই শালিকের স্বাগত গানে ফোক নাচ দেখি সূর্যমুখি ফুলে
শরতের সে বাগান আমায় এনে দাও
সরিষা ফুলের উন্মুক্ত দেহে ছড়িয়ে আছে প্রজাপতির নিপুণ নকশার ডানা
মধু সংগ্রহের তরে সদা সঞ্চয়ি মৌমাছি উড়ছে বনে বনে সারাদিন একটানা
শরতের সে সারাদিন আমায় এনে দাও
এনে দাও আমায় ভোরের ঘুম ভাঙ্গা মুখে সুনির্মল হাসি
এনে দাও আমায় সূর্যালোকে হাস্যময় কৃষকের উর্বরা মাঠ
এনে দাও আমায় গোধুলির আলো-আঁধারে সুনিশ্চিত বাড়ি ফেরা
এনে দাও পূর্ণিমা স্নানে জোনাকির কুটুম্বিতায় প্রেমের অভিসার
এনে দাও রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কিংবা শামসুর রাহমান
এনে দাও ফকির লালন শাহ, হাছন রাজা কিংবা শাহ আব্দুল করিম
এনে দাও আমায় আমার পূর্ব বাংলার সেই ছয় ঋতুর দেশ
আমি আবার তোমায় ফিরিয়ে দেব সেই চির চেনা আমার বাংলাদেশ
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১৬/১১/২০২২
উন্মুক্ত আকাশের স্বচ্ছ ঢেউয়ে খেলা করছে প্রভাতের হিরন্ময়ী সূর্য
শরতের সে প্রভাত আমায় এনে দাও
তাজা হিমেল বাতাসে পদ্ম সুবাস পাই গোলাপের স্মিত হাসিতে
চড়ুই শালিকের স্বাগত গানে ফোক নাচ দেখি সূর্যমুখি ফুলে
শরতের সে বাগান আমায় এনে দাও
সরিষা ফুলের উন্মুক্ত দেহে ছড়িয়ে আছে প্রজাপতির নিপুণ নকশার ডানা
মধু সংগ্রহের তরে সদা সঞ্চয়ি মৌমাছি উড়ছে বনে বনে সারাদিন একটানা
শরতের সে সারাদিন আমায় এনে দাও
এনে দাও আমায় ভোরের ঘুম ভাঙ্গা মুখে সুনির্মল হাসি
এনে দাও আমায় সূর্যালোকে হাস্যময় কৃষকের উর্বরা মাঠ
এনে দাও আমায় গোধুলির আলো-আঁধারে সুনিশ্চিত বাড়ি ফেরা
এনে দাও পূর্ণিমা স্নানে জোনাকির কুটুম্বিতায় প্রেমের অভিসার
এনে দাও রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কিংবা শামসুর রাহমান
এনে দাও ফকির লালন শাহ, হাছন রাজা কিংবা শাহ আব্দুল করিম
এনে দাও আমায় আমার পূর্ব বাংলার সেই ছয় ঋতুর দেশ
আমি আবার তোমায় ফিরিয়ে দেব সেই চির চেনা আমার বাংলাদেশ
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১৬/১১/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২২
 - 
        ফয়জুল মহী ১৬/১১/২০২২অসাধারণ লিখেছেন ,
ভালো লাগলো - 
        শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১১/২০২২খুব সুন্দর প্রকাশ।
 

ওরা আর আসবে না ফিরে প্রিয় কবি!