www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন এমন হয়

কেন এমন হয়
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

রাত বারোটায় ঘুম ঘুম চোখে
পরিশ্রম করে যাই ।
কাজের নেশায়, আমায় কে রুখে ?
তবু যে কাজ শেষ হয় নাই ।

জীবনে কিনা চেয়েছি হায়!!
ঠিক করে বলা দায় ।
স্বপ্ন পূরণের খাতায়,
বাকি যে পনেরো আনাই ।

তবুও এই চঞ্চল মন
ঘুড়ি উঁড়ায় আকাশে ।
আর, এই কঠিন জীবন
ভাগ্যকে চায় পাশে ।

যদি থাকতো সাথে
আলাদিনের দৈত্য ,
যা চাওয়া যায়
হতো সবই সত্য ।

চেরাগে, চলতো দিনে
হাজারখানেক ঘষাঘষি।
জানি কাল্পনিক এটি
সবই ছেলেমানুষি ।

তবুও এই চঞ্চল মন
ঘুড়ি উঁড়ায় আকাশে
আর, এই কঠিন জীবন
ভাগ্যকে চায় পাশে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast