www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার সন্ধ্যাবেলা

হয়তো তুমি সন্ধ্যে প্রতি
ঘরের কোণে পড়তে বসো
কপাল গুজে ঠোট কামড়ে
মনযোগে অংক কষো।

ইচ্ছে হলেই তোমার পাশের
জানালাটা ইকটু খোলো
মন চাইলে তার উপরে
হটাৎ করেই পর্দা ফেলো।

বৃষ্টি এলে হয়তো আবার
পর্দা ঠেলে বাদল দেখো
ঘাড় ফিরিয়ে অবাক মুখে
বৃষ্টিতে চোখ রাখতে শেখো।

মন চাইলেই হাত বাড়িয়ে
মেঘের ফোটা গায়ে মাখো
উষ্ণাতে মন চায়ের কাপে
তোমার কোমল হাতটি রাখো।

হয়তো কোন সন্ধ্যে তুমি
পাওনা খুঁজে পড়ার মানে
সেদিন দেখি গান-শুনা তার
ঝুলছে তোমার নরম কানে।

হয়তো তখন গানের আবেগ
তোমার মনে স্বপ্ন আঁকে
সেই স্বপনে মনটা তোমার
ভুল করে হউক কাউকে ডাকে।

সে ডাক শুনে আমি পাগল
তোমার ছবি আঁকি মনে
তারার মেলায় চাঁদের ছবি
মিলাই আমার নীল গগনে।

ঠিক এভাবেই দিন প্রতিদিন
তোমার ঘরে সন্ধ্যা নামে
দেখে তোমার সন্ধ্যানামা
মনের ব্যথা ইকটু থামে।

এমনি করেই মাসের শেষের
দু’দিন তোমার সন্ধ্যা দেখি
আর বাকি দিন সন্ধ্যা দু’টি
স্মৃতির পাতার লাইনে লিখি।

বিঃদ্রঃ- উক্ত কবিতার প্রতিটি শব্দ অতি বাস্তব
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুহসিন আহমাদ ইনছান ০৫/০২/২০১৯
    ইস্, সেই ছেলেবেলা! হঠাৎ করে যেনো কোন অজানা ছায়া, না; বরং আমাদের পরম প্রিয় ভাই আহমাদ মাগফুরের শীতল চাদর আমাকে আবারও জড়িয়ে দিল ৷ কি সুন্দর করে ভাই আপনি ছেলেবেলার দুষ্টমিষ্ট কাহিনী তুলে ধরেছেন! হুম, এগিয়ে যান ৷ আমরা আরো সুন্দর সুন্দর কবিতা চাই ৷ যেন আমাদের তৃষ্ণা মিটে ৷ দোয়া করি প্রভুর তরে ৷ — মুহসিন আহমাদ ইনছান
    • আহমাদ মাগফুর ০৭/০২/২০১৯
      ধন্যবাদ জনাব মুহসিন! আপনি লেখাটি অনুভব করেছেন জেনে আমারও ভাল লাগছে। একজন লেখকের জন্য অনুপ্রেরণা অনেক বড় একটা ব্যাপার। আপনারর মন্তব্যে আমি যথেষ্ট অনুপ্রাণিত হয়েছি। আপনাকে ধন্যবাদ!
  • মুহসিন আহমাদ ইনছান ০৫/০২/২০১৯
    ইস্, সেই ছেলেবেলা! হঠাৎ করে যেনো কোন অজানা ছায়া, না; বরং আমাদের পরম প্রিয় ভাই আহমাদ মাগফুরের শীতল চাদর আমাকে আবারও জড়িয়ে দিল ৷ কি সুন্দর করে ভাই আপনি ছেলেবেলার দুষ্টমিষ্ট কাহিনী তুলে ধরেছেন! হুম, এগিয়ে যান ৷ আমরা আরো সুন্দর সুন্দর কবিতা চাই ৷ যেন আমাদের তৃষ্ণা মিটে ৷ দোয়া করি প্রভুর তরে ৷ — মুহসিন আহমাদ ইনছান
    • আহমাদ মাগফুর ০৭/০২/২০১৯
      ধন্যবাদ জনাব মুহসিন! আপনি লেখাটি অনুভব করেছেন জেনে আমারও ভাল লাগছে। একজন লেখকের জন্য অনুপ্রেরণা অনেক বড় একটা ব্যাপার। আপনারর মন্তব্যে আমি যথেষ্ট অনুপ্রাণিত হয়েছি। আপনাকে ধন্যবাদ!
  • নাজমুল আহসান ২৯/০১/২০১৫
    ধীর্ঘ হওয়া সত্তে ও কোথা ও ভাব এতটুকু ক্ষুণ্ণ হযনি । কবির এটি বড় সাফল্য । ধন্যবাদ ।
  • হাসান কামরুল ২৮/০১/২০১৫
    বেশ লিখেছেন কিন্তু !!!!
    খুব ভালো লেগেছে আমার।
  • আবিদ আল আহসান ২৭/০১/২০১৫
    awesome লাগলো
  • ২৬/০১/২০১৫
    লেখা কিন্তু চমৎকার হয়েছে ।
  • মোঃ আবদুল করিম ২৬/০১/২০১৫
    অসাধারন হয়েছে
  • সবুজ আহমেদ কক্স ২৬/০১/২০১৫
    ভালো
  • বাহ! অনেক রোমান্টিক এবং ছন্দময় কবিতা। অনেক ভালো লাগলো। প্রকাশ না করে উপায় নেই।
 
Quantcast