www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলম সৈনিক

এক প্রখ্যাত কবি- সংবাদিক,
ছড়াকার জ‍্যোতির্ময় রায়-
উনার লেখা ব‌ই-এ আমার নামের
পাশে কলম সৈনিক এই দুই শব্দ
লিখে আমায় উপহার দেন।
আজ থেকে দু'বছর আগে
কোন এক দিনে -
লিখতাম আমি জেনে
বা না জেনে।
সেদিন ভেবে ছিলাম সে আবার
কি কথা 'কলম সৈনিক''।
শ্রদ্ধেয় দাদা কথাটির অর্থ,
সেদিন বুঝে ছিলেন-
আমি বুঝেছি অনেক দিন পরে।
হ‍্যাঁ, সত্যিই তো প্রত‍্যেক
কবি এক সৈনিক যুদ্ধ করতে হয়-
ভাষার জন্য সাহিত্যের জন্য,
আর সত্য প্রতিষ্ঠার জন্য।
ধন‍্য কবি জ‍্যোতির্ময়
তোমার কথা সত্যি ছিল।
*********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩১/১০/২০১৭
সকাল-০৫.১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast