www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জবাব চাই

বৃষ্টি হলো কেন?
-জবাব চাই!
মাটি ভিজল কেন?
-জবাব চাই!
তোমার শুধুই
-জবাব‌ চাই!
একবার ভেবে দেখ;
কখনো কি তোমার
জবাব দিয়েছ কি-
নিজের বিবেকের কাছে?
আয়নায় তাকিয়ে
দেখ-মনে হয়
পৃথিবীর কুটিল
চেহারার তালিকায়
তোমার নামটা রাখলে,
বেশি খারাপ হতো না!
হ‍্যাঁ, ভেবে দেখ-
জীবনের প্রতি পদে,
তোমার তো জবাব চাই;
এবার তুমি জবাব দেবে
কাকে ভেবেছ কিছু?
প্রথম তো দুপায়ে
দাঁড়িয়ে ছিলে-
এখন এক পায়ে কেন?
ওহো! পায়ে ব‍্যথা,
নাকি পা রাখার
জায়গা নেই;
নয়তো মাটিটা নোংরা।
তোমার থু,থুঃতেই-
নোংরা হয়েছে এই মাটি।
-বিশ্বাস হয় কি?
ভেবে দেখ ভুল বলেছি কি?

*********
নিজ বিদ্যালয়, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১০/২০১৭
রাত-১২.১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast