www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিক্ষায় ঠনঠন

শিক্ষায় ঠনঠন
পেশা তাহার শিক্ষক জ্ঞান চর্চা ঠনঠন
সম্পত্তির পিছে পিছে ঘুরত শুধু বনবন,
শ্রেণির পড়ুয়াদের ধমক দিয়ে বলত,
লেখা-পড়া পারিস না আমার ব্যাচে যাস তো।

আমার ব্যাচে না গেলে মজা তখন বুঝবে
ফলাফল বের হলে কাঁদিবে তুমি কাঁদবে,
শিক্ষার্থীরা তাই শুনে ভয়েতে জড়সড়,
ব্যাচে গেলে নম্বর দেব অনেক বড়বড়।

মাঝে মাঝে ব্যবসা করে আলু, চাল, পেঁয়াজ
পণ্য ছাড়ে যবে দেখে বাজার জুড়ে ঝাঁজ,
দুনো লাভ হয় তাতে অনেক কাঁড়ি টাকা,
দেখতে দেখতে হয়ে গেল দ্বিতল বাড়ি পাকা।

রাজনীতির লেবাসধারী আসলে তা ঠনঠন
ধান্ধাবাজির পিছনে ঘুরত শুধু বনবন,
বাড়ি হলো টাকা হলো, হলো আরও কত কী!
মাঝে মাঝে মনে কয় খাবে পান্তা ভাতে ঘি।

ছেলে তার বকে গেল শিক্ষায় ঠন ঠন
বহু টাকা সাথে নিয়ে ঘুরত শুধু বনবন,
সখা- সখী, মারা মারি কাটিয়া যেত দিন,
পাড়াময় ঘুরে ফিরে নাচিত ধিনতাধিন।

মেয়ে তার সাজু গুজু অনেক ভালোবাসে
লেখা-পড়া শব্দ শুনলে মিট মিটিয়ে হাসে,
মাতা কয় ওরে সোনা জাদুমণি আমার,
লেখা-পড়া না শিখিলে কোথয়া পাব বর?(চলমান)

বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৭
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৮/১০/২০২০
    অনন্য লেখনশৈলী
  • Valo
  • Md. Jahangir Hossain ১৬/১০/২০২০
    অসাধারণ।
  • ফয়জুল মহী ১৬/১০/২০২০
    মনোলোভা কথার চয়ন।
  • চম‍ৎকার
  • পি পি আলী আকবর ১৬/১০/২০২০
    সুন্দর
 
Quantcast