www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরৎ প্রাত

পুব আসমানেতে দেখি সোনা মাখা রবি
উজল করেছে ধরা অপূর্ব সে ছবি,
নিশির শিশির মাখা শ্যাম দূর্বাদল
প্রভার কিরণে তাহা করে টল টল,
হীরকের খণ্ডসম করিছে জ্বলজ্বল,
স্নেহময়ী জননীর হর্ষ অশ্রুজল।

ঝির ঝির বায়ু বয় আমনের খেতে
চিকচিক দিঘির জল শরতের প্রাতে,
শিমুল তুলোর মেঘ আকাশে আকাশে
কুল ফুলের সুবাস বাতাসে বাতাসে,
শাপলা ফুটিয়াছে বিলে তারা রাজিসম,
ধানের ক্ষেতে শিশির শামিয়ানাসম।

বাবুই, চড়ুই, টিয়ে বালিহাঁস, বক
যাচ্ছে খাবারের খোঁজে হয়ে ঝাঁক ঝাঁক
কালিম পালক মুখে যাইতেছে সুখে
বাঁধিবে সুখের নীড় জলাশয় বুকে।
ছোট ছোট মেয়েগুলো শেফালির তলে
কোঁচড় ভরেছে তারা ঝরা ফুলে ফুলে।

ঊর্মিমালা কুল কুল তটিনীর জলে
শঙ্খচিল উড়িতেছে শিকারের ছলে,
বৈঠা ধরে পাল তুলে মাঝি গেয়ে যায়
যাইতেছে পরম সুখে দূর অজানায়
জলহারা ধবল মেঘ ঘুড়ি হয়ে ওড়ে!
শৈশবের স্বপ্ন সে তো পিছু নাহি ছাড়ে।

মেঘ,আকাশ,কাশের ছায়া নদী জলে
টগর,কামিনি, বেলি শোভে ডালে ডালে,
পদ্ম ফুটিয়াছে জলে তাই মধুকর,
গুন গুন গান করে সারা দিনভর,
মোহনিয়া রূপেতে যে সেজেছে ভুবন,
শরৎ প্রাতের রূপ নয় বেশিক্ষণ।

বি.দ্র. স্তবক - ছয় চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম - অক্ষরবৃত্ত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০২০

 
Quantcast