www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমগাছ

ছুটির দিনে সকাল সকাল
ছাদে উঠি দেখতে সকাল,
বিকেলেতেও মাঝে মাঝে
বিশেষ করে সন্ধ্যা সাঁঝে।

অদূরেতে একটা আমগাছ
চিক্কণ পাতায় পবনের নাচ,
ডালগুলো তার ছোট ছোট
তরুটা খুব বেঁটে খাট।

গেল চলে বছর দুই
ফাগুন মাসে মাথা ছুঁই,
বউল এল মাথা ভরে
চোখ জুড়ায় মন ভরে।

বোলের ঘ্রাণে মধুকরদল
নিতুই করে যে কোলাহল,
চৈত্র মাসে ছোট গুটি
দেখতে যেমন মটরশুঁটি।

বোশেখেতে ডাগর ডাগর
ফলে পাতায় সবুজ সাগর,
আমের ভারে নম্র মাথা
কষ্ট ভারি পায় কী ব্যথা?

ফল ধরেছে তবুও নত
মানুষ হলে হয় উদ্ধত,
এমন শিক্ষা দোরের কাছে
দর্প করি তবু মিছে!


হঠাৎ দেখা কালবৈশাখির
কিছু ছানা ঝরল শাখির,
জ্যৈষ্ঠ এল ফল পাকল
মনিব এসে পেড়ে নিল।

আবার দেখি কচি পাতা
ঘোমটা মাথায় যেন মাতা,
গাছটা এখন বেশ তো বড়
ফলবে আম্র আরও বড়!

বি.দ্র.স্বরবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে মাত্রা ৪+৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সঞ্জয় শর্মা ১৩/০৬/২০২০
    মুগ্ধ...
  • অসাধারণ হয়েছে!
  • Excellent.
  • ফয়জুল মহী ১২/০৬/২০২০
    ভীষণ ভালো লাগলো লেখা
  • এ যেনো এক জলজ্যান্ত আম গাছের ছবি ভেসে উঠলো।
 
Quantcast