www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেন্টিলেশন

ভেন্টিলেশনে অজ্ঞান দীর্ঘ সংজ্ঞাহীন
মৃত্যুর সাথে লড়াই অবস্থা সঙ্গিন,
জানে না কখন আসে সন্ধ্যা, রাত্রি, দিন
জানে না তো চলে গেছে তার প্রিয়জন।

করোনার হার হলো জয়ী হলো নর
অবশেষে বুঝল সে যে কেউ নেই আর,
স্বজন হারা নির্বাক; নিষ্ঠুর নিয়তি
সবাই তো ছেড়ে গেল; কী হবে যে গতি?

স্বপ্ন নিয়ে গিয়েছিল ইউএসএ,ইউরোপে
ফিকে হলো স্বপ্নগুলো বিধাতার কোপে,
কর্মহীন,খাদ্যহীন অনিশ্চিত শঙ্কা
ধরাতে মানব মনে এল অভিশঙ্কা।

একদিকে আছে জীবিকা উলটোতে করোনা
সংশয়াপন্ন মানুষ কর্তব্য জানে না,
তাই বলে বসুন্ধরা থেমে থাকবে না
তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে যে করোনা।

প্রাণ দিচ্ছে সেবাকর্মী সেবার কারণে
সাহসী বীর তারা চিন্তা ও মননে।
আসবে সুদিন আবার করো নাকো ভয়,
মানবের চেষ্টাতেই করোনার ক্ষয়।


(ছন্দ: অক্ষরবৃত্ত,প্রতি চরণে পর্ব ২, মাত্রা:৮+৬)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাস্তবতাকে তুলে ধরেছেন
  • আব্দুল হক ২৭/০৫/২০২০
    তথ‌্যবহুল¬!
  • ফয়জুল মহী ২৭/০৫/২০২০
    সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
  • দারুন
 
Quantcast