www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসম্পূর্ণতায় সমাপ্তি টেনে

অনেকটা সময় কেটেছে;
তোর কাঁধে ভর দিয়ে হেঁটেছে।
এখন ক্লান্ত দুটো পা;
খানিক বিশ্রাম নিলে হ’ত না?
শুধু দু’জন থাকি থেমে,
আর সূর্যটা পড়ুক নেমে।
রাত্রিতে বড় শান্তি।
আমার মনের খিদে হয়ত তুই জানতি।

তবু কেন বলত তোকে ঝাপসা লাগে?
মনের কোনে অনেক দ্বিধা জাগে?
তোর নিঃশ্বাসে আমার নাম শুনেছি;
একসাথে দু’জন দোল দুলেছি।

সময়কে দোষারোপ বুঝি শ্রেয়;
সে যে নিরুত্তাপ, বোবা মনের চেয়েও।

ও পাল্টাবে জানি।
পাল্টাবে পায়ের নীচের মাটিখানি।
তাই সময়টাকে খানিক বাঁধি;
প্রাণখোলা আনন্দে কাঁদি।
দু’জনের চোখের জল
এক সাথে মিশে যাক চল্‌।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৫/০৮/২০১৪
    valo
  • পিয়ালী দত্ত ১৪/০৮/২০১৪
    ভাল
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৪/০৮/২০১৪
    sundor holo kobi
  • সুরজিৎ সী ১৪/০৮/২০১৪
    খুবই ভালো লেগেছে।
  • এস,বি, (পিটুল) ১৩/০৮/২০১৪
    অসাধারণ হইছে কবি কোয়েল
 
Quantcast