www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবিনশ্বর প্রেম

যমুনা শুকিয়ে যায়,
তাজমহল দাঁড়িয়ে থাকে ঠাই।
আমাদের রক্তের উষ্ণতা কমে আসে,
প্রেম তবু র’য়ে যায়,
আমাদের ক্ষয়ে আসা চেতনায়,
আমাদের মস্তিষ্কের ভাবনায়,
আমাদের হৃদয়ের গভীরতায়।

জীবন যখন হারায় অন্ধকারে,
তখনও কি প্রেম থাকে এমনি করে,
আমাদের মৃত অন্তরে?
যারা চলে গেছে ভালোবাসা বুকে নিয়ে,
তারা কভু আসেনা আর ফিরে।
তাদের হৃদয়ের ভাবনা হয়না জানা।
নতুন জগতে পুরোনো প্রেম কি সাথে যায়?
না কি, মাটির পৃথিবীর প্রেম, মাটিতে মিশে যায়।
কোন নক্ষত্রের বুকে হয় তাদের স্থান?
সেখানেও কি আলো আধারীর সন্ধ্যা আসে?
ঝড় হয় বোশেখ মাসে?
বর্ষার ধারায় ভিজে শালিক, দাঁড়িয়ে সঙ্গীর পাশে?

আকাশের ও পাশের আকাশের,
ভালোবাসার রঙ জানিনা,
লতা গুল্মের নাম জানিনা,
রঙ্গীনফুলে প্রজাপতি নাচে কিনা,
তাও জানিনা।
শুধু জানি যেতে হবে, একদিন চলে,
এইখানের সময় ফুরালে।
আমরা মরে শুকিয়ে যাবো,
মিশে যাবো ধরনীর গভীরে।
আমাদের প্রেম তখন সুধা ছড়াবে,
বৃক্ষের বিস্তারিত অন্তরমূলে,
ছড়িয়ে পড়বে ঘাস হয়ে,
শীতের শিশির হয়ে, প্রান থেকে প্রানে।
আমরা চলে যাই,
তবু ভালোবাসা বাঁচিয়ে রাখার সাধ,
হৃদয়ের গভীরে থেকে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অতুলনীয়
  • এককথায় চমৎকার।
  • চমৎকার, কবি শুভেচ্ছা জানবেন। ভালো থাকবে।
  • Not applicable ০৬/০৬/২০২০
    অপূর্ব
  • ভালো
  • অপূর্ব...
  • মুগ্ধতা রেখে গেলাম...
  • দারুণ সুন্দর প্রকাশ।
  • ফয়জুল মহী ০৫/০৬/২০২০
    নিখুঁত প্রকাশ।
 
Quantcast