অস্পর্শী নীল
দেখা হল, কথা হল চোখে চোখে
কীযেন কি হয়েগেল হৃদয়ে,
শত অভিযোগ মিথ্যে হল মনে
প্রেম পেল পূর্ণতা এই ফাল্গুনে,
হাজারো রুপের ডিঙ্গি নৌকা পেরিয়ে
কবি এল মালা নিয়ে ঘাটে,
প্রতিক্ষায় পেরিয়ে গেল বহুকাল
মলিন হয়ে এল রুপ যৌবন
প্রেম তবু রয়েগেল দু’চোখের কোনে।
কবি বলেছিল সেই কথা একদিন
গানে গানে, তুলেছিল সুর হৃদয়ের তানপুরাটায়,
বিফল হয়েছিল বারেবারে সেই সুরের মুর্ছনা
হৃদয়ের কান্নায় ভিজেছিল প্রেমের শরীর,
সময় ছিলনা থেমে, থেমে ছিল একরাশ শুভ্র শেওলা
তবুও প্রেম ছিল দু’চোখের কোনে।
কীযেন কি হয়েগেল হৃদয়ে,
শত অভিযোগ মিথ্যে হল মনে
প্রেম পেল পূর্ণতা এই ফাল্গুনে,
হাজারো রুপের ডিঙ্গি নৌকা পেরিয়ে
কবি এল মালা নিয়ে ঘাটে,
প্রতিক্ষায় পেরিয়ে গেল বহুকাল
মলিন হয়ে এল রুপ যৌবন
প্রেম তবু রয়েগেল দু’চোখের কোনে।
কবি বলেছিল সেই কথা একদিন
গানে গানে, তুলেছিল সুর হৃদয়ের তানপুরাটায়,
বিফল হয়েছিল বারেবারে সেই সুরের মুর্ছনা
হৃদয়ের কান্নায় ভিজেছিল প্রেমের শরীর,
সময় ছিলনা থেমে, থেমে ছিল একরাশ শুভ্র শেওলা
তবুও প্রেম ছিল দু’চোখের কোনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫বেশ ভালো লাগলো আপনার কবিতা। কবি সত্যিই হৃদয়ের কান্নায় ভিজেগেল প্রেমের শরীর, আমার ছুয়ে গেল মন আমার।
-
আহমাদ মাগফুর ০২/০২/২০১৫সবটাই অনুভব করলাম কবি!
কেবল 'শুভ্র শ্যাওলাটা' ছাড়া,,,
এইটাতো ঠিক বুঝলামনা! -
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫বানান এর দিকে একটু খেয়াল দিবেন............।সো ফাইণ............শুভেচ্ছা রইল...
-
কৌশিক আজাদ প্রণয় ০২/০২/২০১৫প্রতীক্ষা> প্রতিক্ষা
শ্যাওলা> শেওলা
শেষটাতে তো প্রেমেরই জয় হল। ভালোলাগা রইলো। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/০২/২০১৫বাহ অনেক সুন্দর। বেশ রোমান্টিক কবিতা। ভালো লাগলো। চালিয়ে যান।