www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছি

ছি:
Ñকিশোর কারুণিক

কান পাতলেই শুনতে পাই
কান্নার আওয়াজ
শিশুর কান্না, নারীর কান্না
নির্যাতিত মানুষের কান্না।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে
পকেটে পাঁচটাকা কয়েল
মন অশান্ত, শরীর অশান্ত
অশান্ত সমাজ প্রিয়স্বদেশ।

দেবতারা পূজা নেবার অভিপ্রায়ে
পাঁচতারকা হোটেলে বিলাসিজীবন
ছন্নছাড়া মানুষগুলো ভাসমান
সীমানা কাঁটাতার অতিক্রম করে পরবাসী।

মানুষ দেবতার পাটাতনে
মানুষের স্বপ্নভঙ্গ
দেবতার পৌষ মাস।

জ্বলছে ঘর, পুড়ছে মন
ঝলছে গেছে মাটি
সভ্যতা নামক আধুনিক শব্দটা
দেবতার পায়ে করে লুটোপুটি।

শাসিত জীবন ব্যবস্থায়
শোষিতরা যেন ললিপপ
নিঃশেষের তরে যেন তাদের জীবন যাপন।

চলছে
এই ভাবেই চলছে
সেই আদিম থেকে মধ্যযুগ
এখন বর্তমান।

পাপ বলে যদি কিছু থেকে থাকে
দূর্বলতায় এক মহাপাপ।

নির্বাণ জীবন যাপনে
প্রতি মূহুর্তে প্রতি পদে পদে
নিষ্টা, কষ্ট, কিঞ্চিত সুখ
জীবনটা যেন তৃণসম দূর্বাঘাস।

আমি দূর্বাঘাস হতে চাই না
দেবতার অভিশাপ মাথায় পেতে নিলাম
আর নয় দেবতার পায়ে অর্ঘ্য
অন্তত মনে মনে
মৃদু স্বরে বলে যায়
ছিঃ, ছিঃ ছিঃ ছিঃ
কেমন দেবতা তুমি
ভক্তের কষ্টার্জিত ঘামে রক্তে-
তৃপ্তির ঢেকর তোলে?
ছিঃ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ লিখছেন
  • অসাধারণ হয়েছে। শুভকামনা
  • তীব্র প্রতিবাদের ধিক্কার শুনা যায় এ কবিতায়।
    দারুন......
  • প্রশান্ত মন্ডল ১৫/০৯/২০১৫
    সুন্দর।
  • সুন্দর। কবিকে শুভেচ্ছা।
  • তপন দাস ১৪/০৯/২০১৫
    চেতনার প্রকাশ।
  • সবুজ আহমেদ কক্স ১৪/০৯/২০১৫
    দারুন কবি
 
Quantcast