www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী

নারীর সম্মান যেন আজ দিবসের ঘূর্নিচক্রে পতিত হয়েছে
শত দিবসের ভিড়ে বন্টনের বাজারে
নতুন মাহাত্ম্যযুক্ত করবে,
প্রগতির নারীবাদে অগতির নারী বড্ড বেমানান
তবুও নারী দিবসের সম্মানে কতকথায়
উগ্রতা মৌনতার সংমিশ্রনে বুলি আওড়াবেন তারাই,
যারা নিভৃতে নির্জনে ঠুটি চেপে ধরে নারীর।

এখনো হয়নি পুরুষদিবস ???
আধুনিকতা, মননশীলতার দাবি করা এই যুগেও
" নারী" একজন মানুষ, এ কথা প্রচারে ব্যাস্ত বিজ্ঞ নারীবাদীরা!!! তারাই আজ হায়েনার রুপে
আষ্টেপিষ্টে নারীর চারদিকে ফেলেছে লোলুপ দৃষ্টি।

দৃষ্টি আর মূল্যায়নের অবনমনের দৃষ্ঠান্ত
নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্ঠনীয় ধর্ষিত হয় নারী,
হাইপ্রোফাইল জোনে গলিত লাশ নারীর।
ধামাচাপা,বিচারহীনতা,কন্ঠরোধের
নির্মমতার বলি আজ নারী

আধুনিকতার ফেরিওয়ালারাই নারীকে বানায় পণ্য
সংবাদে, গল্পতে,প্রচারে, প্রসারে,
বিলবোর্ডে, নিয়ন আলোর ঝলকানিতে।।
নানারুপ ভঙ্গিমায় প্রগতির ক্যানভাসে প্রদর্শিত করে,
উনারাই নারীবাদী আজ।

নারী "মা" মায়েইতো স্বর্গ,
নারী "দেবী" হৃদয় মন্দিরে দেবীর অর্চনাই করে পুরুষ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৩৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ.ম. শহীদ ০৪/১১/২০২১
    খুব সুন্দর পরিবেশন।
  • সুব্রত ভৌমিক ২৭/০৯/২০২১
    ধন্যবাদ সুন্দর প্রতিবাদী লেখার জন্য।
    ******
    আপনার মত যদি সবাই ভাবতো তবে বিশ্বের চেহারাটাই বদলে যেত।
  • সুন্দর
  • মুগ্ধ হলাম
  • ফয়জুল মহী ২৫/০৭/২০২১
    Good post
 
Quantcast