www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা

ভালবাসা ভালবাসি আজ বিলীন
স্নিগ্ধতা,মগ্নতা,ভগ্নতায়
উৎসবে আমেজে বহুরুপী ব্যবসায়,
কত সরল প্রবঞ্চনায় স্হানান্তরিত,
রুপান্তরিত ভালবাসা,আনাছে কানাছে
আর চিপায় চাপায়।

আজ, কাল, প্রতিদিন ডাটায় আর টাকায়,
হাতবদলেই প্রসারে অনড়।
তবুও বিশেষ দিনে বিশেষ অর্জন বিসর্জনে
হিসেবের নীল দরিয়ায় আজানা অচেনা ঝড়।
ভালবাসা ভালবাসি আজ গিয়েছে কোমায়,
ভিড় করছে সব পঙ্গপালের ন্যায়
রেস্তোরার যত কাপল কেবিনের ডেরায়।।

ভালবাস আজ বড়ই উদার,
হোক মাটির কুটির বা গগণচুম্বীঁ ভবনে।
একজনাতে হয়না তৃপ্ত ঘুরে বহুজনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মঈনুল ইসলাম ২০/০৭/২০২১
    মনোমুগ্ধকর কাব্য!
  • ফয়জুল মহী ২০/০৭/২০২১
    ভীষণ ভালো লাগলো।
  • অসাধারণ লিখেছেন
 
Quantcast