www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষমতাশীল পরজীবী

দুঃখগুলো পরজীবীর মত
আমার যকৃতে তাদের বসবাস,
এই অল্প জীবনে শত কষ্ট দিয়ে
আমার মাঝেই সতেজ থেকেই
রচিত করছে আমার সর্বনাশ।

কষ্ট গুলো আমার মাঝে বিচরণ করে
স্বাধীন সৈন্যের মত
তিলে তিলে মোরে বিস্বাদময় করে
ইহকালটা অতিষ্ঠে ভরে
করে তুলছে ক্ষতবিক্ষত।

যন্ত্রনা গুলো আমার
নব গনোজাগরন মঞ্চের কর্মীর মত
আমার মাঝে
শান্তির বিরুদ্ধে আন্দোলন চালায়
সব সুখের তরে রুখে দাড়ায়
দিনরাত অবিরত।

এই পরজীবী যন্ত্রনা জ্বালার সাথে
আমার চোখের জলের প্রেম হয় দিন রাতে
তাইতো ওরা
প্রেমের উল্টো ইচ্ছে ঘুড়ি উড়ায়
আমার মাঝে
আলো আধারের যে কোন প্রাতে।

আমার হৃদয়টা ওদের
অশান্তি সভায় বৈঠকখানা
আমার সুখের সচল চাকা বন্ধ করে
এদের ধর্মঘট ডাকতে
নেইকো মানা।

এদের বিরুদ্ধে প্রতিবাদ করার
সাহস আমার কই ?
এরা যে প্রতিনিয়ত
আমার মাঝে অস্থিরতার মিছিল করে
করে নানা হৈচৈ।

দুঃখটা যে ...
ক্ষমতায় থাকা বড় পার্টির নেতা
কষ্টটাও নেতা বিরোধী দলের
সুখটাও তো বড়ই স্বতন্ত্র
শান্তি যে আগেই হাত মিলিয়েছে
বিরহ নামের শত্রুর
ওত পেতে থাকা চোখের জলের।

আমি কি করবো
কি করে রুখে দাঁড়াবে ?
আমিতো হৃদয় ভাঙ্গা শোষিত জনগণ
আমি যে নামে মাত্র
স্বাধীন দেশের জনসাধারণ।

আমিতো ভয়ে কবেই ভিতসন্ত্রস্ত
চোখ না বুজেই সব সইবো
আমার নেই তো
মুজিবের মত সাহসী অস্ত্র ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ লেখেছেন।
  • কে. পাল ১৬/১০/২০১৬
    দারুন
 
Quantcast