অসারতার আয়নায় আমি
সবাই খোঁজে এক বনলতা সেন
চোখে যার জ্যোৎস্না ঝরে
মেঘলা কণ্ঠে শান্তির মন্ত্র
তার অঙ্গনে সময় থেমে থাকে।
আমি কাকে খুঁজি?
না কি আমি খুঁজিই না কিছুই
শুধু হাঁটি একা, নীরবতার ভিতর
অস্ফুট শ্বাসের মতো অদৃশ্য এক প্রহেলিকায়
তবে কি আমি মানুষ নই?
আমার নেই চোখে জল, মনে আগুন
নেই হৃদয়ের অলিন্দে কোনো গোপন কান্না
নেই কি দুঃখে পুড়ে যাওয়া গন্ধ?
মন নেই, আবেগ নেই, চেতনা নেই
এই অভিযোগ, এই অভিশাপ
তবু কেন রাত জেগে শুনি নিজের হৃদস্পন্দন
যা বলে -তুই বেঁচে আছিস, একা ঠিকই।
সবাই খুঁজে প্রেমে রঙ, ছন্দ, সুখের গান
আমি খুঁজি একটুকরো আত্মিক ছায়া
যার নিঃশ্বাসে থাকুক সামান্য সত্য
যার চোখে আমি নিজেকে খুঁজে পাই।
চোখে যার জ্যোৎস্না ঝরে
মেঘলা কণ্ঠে শান্তির মন্ত্র
তার অঙ্গনে সময় থেমে থাকে।
আমি কাকে খুঁজি?
না কি আমি খুঁজিই না কিছুই
শুধু হাঁটি একা, নীরবতার ভিতর
অস্ফুট শ্বাসের মতো অদৃশ্য এক প্রহেলিকায়
তবে কি আমি মানুষ নই?
আমার নেই চোখে জল, মনে আগুন
নেই হৃদয়ের অলিন্দে কোনো গোপন কান্না
নেই কি দুঃখে পুড়ে যাওয়া গন্ধ?
মন নেই, আবেগ নেই, চেতনা নেই
এই অভিযোগ, এই অভিশাপ
তবু কেন রাত জেগে শুনি নিজের হৃদস্পন্দন
যা বলে -তুই বেঁচে আছিস, একা ঠিকই।
সবাই খুঁজে প্রেমে রঙ, ছন্দ, সুখের গান
আমি খুঁজি একটুকরো আত্মিক ছায়া
যার নিঃশ্বাসে থাকুক সামান্য সত্য
যার চোখে আমি নিজেকে খুঁজে পাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৩/০৮/২০২৫Bes sundor onuvutir prokash
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৮/২০২৫চমৎকার
-
নাদেরা ফারনাছ শিমূল ০৩/০৮/২০২৫সুন্দর 💜
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৮/২০২৫দারুণ
-
ফয়জুল্লাহসাকি ২৯/০৭/২০২৫খোঁজ করতে চাইলেই খুঁজে পাওয়া যায়.........
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২৫বাহ্ অসাধারণ কাব্যিক নিবেদন।
-
তালাল উদ্দিন ২৮/০৭/২০২৫এককথায় অসাধারণ।
-
নুর হোসেন ২৮/০৭/২০২৫চমৎকার লিখেছেন