নীরবতা যখন সঙ্গী হয়
নীরব নদীর বুকে দাঁড়িয়ে
সূর্য ডুবে যায় এক দুঃস্বপ্নের মতো
হাতের ভাঁজে জমে থাকা কিছু অতীত,
আর চোখে এক অদেখা আগামীর খোঁজ।
সাদা শার্টে লেগে আছে কাঁচা স্বপ্নের গন্ধ
নীল জিন্সে ধুলোমাখা পথচলার ক্লান্তি।
তার চাহনিতে নেই উত্তাল হাওয়া
আছে শুধু অপেক্ষার নরম নিঃশ্বাস।
জীবন কখনো কখনো এমনই হয়
কোনো শব্দ ছাড়াই বলে ফেলে হাজার কথা,
যেখানে ডুবন্ত আলো জানান দেয়,
রাত আসছে… তবু শেষ হয়নি দিনটা।
পিছনে পড়ে থাকা শহর,
স্মৃতির ছায়ায় ঢেকে যায় ধীরে ধীরে।
সে চায় না ফিরে তাকাতে,
তবু হৃদয় বারবার খোঁজে
এক ফেলে আসা নামহীন আবেগ।
সূর্য ডুবে যায় এক দুঃস্বপ্নের মতো
হাতের ভাঁজে জমে থাকা কিছু অতীত,
আর চোখে এক অদেখা আগামীর খোঁজ।
সাদা শার্টে লেগে আছে কাঁচা স্বপ্নের গন্ধ
নীল জিন্সে ধুলোমাখা পথচলার ক্লান্তি।
তার চাহনিতে নেই উত্তাল হাওয়া
আছে শুধু অপেক্ষার নরম নিঃশ্বাস।
জীবন কখনো কখনো এমনই হয়
কোনো শব্দ ছাড়াই বলে ফেলে হাজার কথা,
যেখানে ডুবন্ত আলো জানান দেয়,
রাত আসছে… তবু শেষ হয়নি দিনটা।
পিছনে পড়ে থাকা শহর,
স্মৃতির ছায়ায় ঢেকে যায় ধীরে ধীরে।
সে চায় না ফিরে তাকাতে,
তবু হৃদয় বারবার খোঁজে
এক ফেলে আসা নামহীন আবেগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২১/০৭/২০২৫বেশ
-
আমি-তারেক ২১/০৭/২০২৫Sundor lekhoni - sundor shironam
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৭/২০২৫ফেলে আসা নামহীন আবেগ-সুন্দর এক অনুভব।
-
ইকরামুল শামীম ১৭/০৭/২০২৫চমৎকার
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২৫অসাধারণ! খুব ভালো লাগলো লেখাটি পড়ে।