www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অলিক

হয়ত ক্ষণিক হইয়াছিল দেরি,
আমি আসিতে।
ভাবিছি বাড়াইয়া দিব,
প্রেম আমার ফূসরতে।

তুমি পারোনি প্রেম আমার-
উপলব্ধি করিতে,
কি করার আছে আর?
অমরেশ্বর যা দিয়াছে অলিকে।

ভাবিছি এবার ভুলিব সব
ছলনাময়ী অঙ্গনারে,
নিপাত করিবো বিসর্জন-
সুধু একলা তোমারে।

একেঁছ তুমি নূতন দাগ
আমারো অলিকে,
সদৃশ হোক অলিক তোমার
পরক্ষণে পারিবে বুঝিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ২৮/০৬/২০১৬
    nice poem
 
Quantcast