www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুধীত বাণী

আমি কাজী নজরুলের উল্কা নই-
গ্রীষ্মের তপ্তদুপুরের চাখোর ।
আমি উদাস নয়নে আকাশপানে
দেখিনা কভু ।শুয়ে থাকি দিনভর ।।
আমি সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গিয়া-
পাখি শিকারী সেইলোক ।
আমি কাঠফাটা রোদে একাএকা-
ফুটবল মাঠে গোল দেওয়া এক ভদ্রলোক ।

এরা ভয় পায় আমায় ।
কেন পাবে না ?আমি যে
বড়ই নির্দয় !
চাষা-ভুষাদের সব- শালা ডাকি ।
আমি অঢেল এরা মেকি ।

রাধা-রাণীদের গোল-গোলা গাল
আমারই পছন্দ ।
হেতায় কবিতা লিখবো
যেভাবে ইচ্ছা ,দিবোনা কোনো ছন্দ ।।

রুখিবে কে আমায় ?
কে সে আজো চাইছে বিজয় ?
আজও পারবিনা ওরে পাবিনা তোরা ,
স্বপ্ন স্বাধীনতা ।
তোরা অন্ধ তাই
চাহিয়া আমি ,উপভোগী নিরবতা ।

সংগ্রাম বিনা কে দলায় মোরে
দেখিয়া নিবো আজি এই !
নির্লিপ্ত তোদের চোখেতে সেই
বাঁচিবার আগুণ তো নেই ।।

(নজরুলে শ্রদ্ধঞ্জলী)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রিয় ১৭/০৭/২০১৬
    খুব সুন্দর কবিতার নাম এবং খুব সুন্দর কবিতার ভাব।
  • মোবারক হোসেন ৩০/০৫/২০১৬
    ভাল লাগলো পড়ে। ধন্যবাদ কবিকে।
  • জয় ২৭/০৫/২০১৬
    খুব ভাল চেস্থা , ভাল লাগলো ।
  • আষাঢ়ের বৃষ্টিবেজা কবিতায় স্বাগত!!!
    • দুঃখিত ''বৃষ্টিভেজা''
      • জে এস সাব্বির ২৮/০৫/২০১৬
        টাইপিং মিসটেক কোন ব্যাপার না
        আমি বুঝিয়া লইছি
        'বৃষ্টিভেজা' কবিতা হওয়ায়
        রুধীত বাণীতে নিষ্ফল হইছি ।

        ভেবেছিলুম লিখবো কিছু
        গা-জ্বালাময়
        বুঝিলাম শেষে ওসব বুঝি
        আমার কাজ নয় ।
  • ভাল লাগলো। শুভেচ্ছা রইলো।
 
Quantcast