www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার ঠিকানা

"মহাকাশের পথে নেমে এক লাফে বহু দূর
যাওয়া যায় না ।এক
পা ,দু'পা করে এগোতে হবে ।সৌরজগত্
পার হয়ে ,সূর্যের নক্ষত্রমণ্ডলী পার
হয়ে ,ছায়াপথের গভীরে এগিয়ে যাব ।..."
-- মহীতোষ রায় ।
মহাকাশের কথা বাদ দিলাম ,পরীক্ষায়
৩৩ পেয়ে পাশ করতে হলেই এক
লাফে পারা যায় ?না ।
আসলে আমরা আমাদের
চিন্তা ধারাকে খুব সংকীর্ণ
করে রাখি আর নিজের ভবিষ্যত্
কে ছেড়েই কালের হাতে ।সময় আমাদের
যেখানে নিয়ে যায় আমরা সেদিকেই
যেতে থাকি ,সময়কে আমরা পরিচালনা করতে পারি না ।
আমরা আকাশ দিয়ে উড়ে যাওয়া প্লেন
দেখেই যদি বলি "আহ! কত সুন্দর
ভাবে প্লেনটি উড়ে গেল ।"
তাহলে আমাদের ভবিষ্যত্ ঐ
দেখে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ
থাকবে । কিন্তু যখন
আমরা প্লেনটি উড়ানোর স্বপ্ন বুনব
আর উড়ন্ত প্লেনটি দেখে যথন চোখের
পাতা বুজিয়ে স্বপ্ন দেখব
"আমি প্লেনটির চালক(পাইলট) এর
আসনে বসে আছি আর সবাই আমার
দিকে তাকিয়ে আছে ।" তখনই
না আমাদের চিন্তাধারা আর ভবিষ্যত্
আমাকে 'সময়'কে এগিয়ে নিয়ে যাওয়ার
পদ্ধতি বাতলে দেবে ।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৭৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
    সুন্দর লিখেছেন
  • হমমম প্রথম লেখাই বেশ উৎসাহ এবং উদ্দীপনামূলক। ভালো লাগলো চালিয়ে যান। আর আসরে স্বাগতম...............
  • বেশ লেগেছে
  • ... ২৪/১১/২০১৪
    এটা কি প্রবন্ধ?
    • জে এস সাব্বির ২৫/১১/২০১৪
      আসলে আমি কোনো সাহ্যিতিকও নই বা সাহিত্য সচেতন নাগরিকও নই ।নিজে কিছু লেখার চেয়ে অন্যের লেখা সংগ্রহ আর পড়েই বেশি সময় কাটাই ।তাই সরি ,প্লীজ কিছু মনে করবেন না ......।
      আপনার প্রশ্নের উত্তর আমার জানা নাই !
 
Quantcast