www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অহংকারী

অহংকারী
জামাল উদ্দিন জীবন

তোমার মনের মাঝে অন্য কারো বসবাস
হৃদয় হীনা পাষাণ নব নব কত সাঁঝ
ভালোবাসার নেই দাম হীরার মত
নিষ্ঠুর পাষাণী দিলে অন্তরে ক্ষত।

মিথ্যে প্রেমের অভিনয় করলে জগতে
সরল প্রাণে দাগা দিলে হিয়ার মাঝে
বড় সুখ পেয়ে অট্র হাসিতে মাতো
রঙের আলপনা আজ তুলিতে আঁক।

সুখ বিলাসী ধনীর দুলালী চেয়ে দেখো
ধরনীর মানুষগুলি আজ নিথর নিস্তব্ধ
অর্থ বিত্ত প্রতিপত্তি পারে না বাঁচাতে
কিসের অহংকার নিজেকে ভাবছো বড়।

কান্নার তুফান উঠেছে ব্যথার ঢেউ জেগেছে
ধরায় মৃত্যুুর মিছিলে শামিল মানব কূল
ঔষধ পত্র উন্নত চিকিৎসা সকলি ব্যর্থ
আজ মূল্যহীন তোমার জমানো সম্পদ অর্থ।

দুনিয়ার মাঝে সঙ সেজে রঙের খেলায় মেতে
ভেদাভেদ তৈরী কর উচু নিচু গরীব বড়লোকের
চোখ থাকিতে অন্ধ দেখার আঁখি যুগল হয় বন্ধ
এখন প্রাচুর্য দিয়ে বাঁচানো যায় না মানব জীবন।

মরণেকে ভুলে থাকতে চাওয়াটা বোকামি বই কি?
স্নিগ্ধ সত্য মুগ্ধতা পবিত্র মৃত্যু এর চেয়ে সত্য নেই
মিথ্যে বাঁচার আশায় সত্যকে অস্বীকার করতে পার
অবধারিত আসবেই আগে নয়তো পরে ব্যবধান।

ক্ষনিকের আসা যাওয়ার মাঝে একটু আগে না পরে
সাদা কাফনে মুড়িয়ে নাকি হরি নামটি মুখে বলে কে
জানে কফিনে ভরে রেখে আসবে মাটির সুন্দর ঘরে
অন্ধকার না আলোকিত আমল ভালো নাকি মন্দ তার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ধন‌্যবাদ।
  • চিন্ময় বসু ১৪/১১/২০২১
    বেশ
  • ফয়জুল মহী ১৩/১১/২০২১
    খুবই ভালো লাগল
  • অভিজিৎ হালদার ১৩/১১/২০২১
    ভালো লেখা
  • Md. Rayhan Kazi ১৩/১১/২০২১
    অনন্য লেখনশৈলী
 
Quantcast